GK কুইজ : জানেন ভারতের কোন শহরে বছরে ৩৬৫ দিনই বৃষ্টিপাত হয়?

বলুন তো কাকে ভারতের ‘বৃষ্টির শহর’ বলা হয়?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা বই পড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তাদের নলেজকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া এগুলি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম ভান্ডার কোনটি?
উত্তরঃ পৃথিবীতে নাইট্রোজেনের ভাণ্ডার রয়েছে বায়ুতে (৭৮%)।

২) প্রশ্নঃ একজন মানুষের রক্ত সঞ্চালন ব্যবস্থায় কতটা রক্তের পরিমাণ থাকে?
উত্তরঃ ৫ লিটার। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে প্রায় ৫ লিটার রক্ত থাকে।

৩) প্রশ্নঃ বাড়িতে কোন গাছ লাগালে সাপ আসতে ভয় পায়?
উত্তরঃ বাড়িতে সর্পগন্ধা গাছ লাগালে সাপ বাড়িতে প্রবেশ করতে ভয় পাই কারণ এই গাছের গন্ধ সাপের কাছে এতটাই অদ্ভুত লাগে যে তার আশেপাশে থাকতে পছন্দ করে না।

৪) প্রশ্নঃ কোন প্রাণী তার মৃত্যুর আগে থেকেই টের পেয়ে যায়?
উত্তরঃ একমাত্র কাঁকড়া বিছে যে নিজে মৃত্যুর আগে থেকেই বুঝতে পারে।

৫) প্রশ্নঃ কারা চাঁদের বুকে ইন্টারনেট পৌঁছে দিয়েছে?
উত্তরঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদের বুকে ইন্টারনেট পৌঁছে দিয়েছে।

Image

৬) প্রশ্নঃ জানেন কোন পাখিকে পাখিদের রাজা বলা হয়?
উত্তরঃ ঈগল পাখিকে পাখিদের রাজা বলা হয়।

৭) প্রশ্নঃ কোন দেশের ট্রেন এক মিনিটের জন্য লেট করে না?
উত্তরঃ আসলে জাপান দেশের ট্রেন কখনো লেট করে চলে না।

৮) প্রশ্নঃ জানেন পৃথিবীর কোন দেশে বর্তমানে ১০৯ সাল চলছে?
উত্তরঃ উত্তর কোরিয়া দেশে বর্তমানে ১০৯ সাল চলছে।

৯) প্রশ্নঃ জানেন বাংলায় পাসওয়ার্ডকে কী বলা হয়?
উত্তরঃ পাসওয়ার্ডকে বাংলায় বলা হয় শব্দ সংকেত বা গুপ্ত মন্ত্র।

১০) প্রশ্নঃ জানেন ভারতের কোন শহরে বছরে ৩৬৫ দিনই বৃষ্টিপাত হয়?
উত্তরঃ ভারতের উত্তর-পূর্ব রাজ্যের মেঘালয়ের মৌসিনরাম (Mawsynram) শহরটি ‘বৃষ্টির শহর’ নামে পরিচিত। এখানে বছরে ৩৬৫ দিনই বৃষ্টি হয়ে থাকে, যে কারণে এটি বিশ্বের সবচেয়ে ‘আর্দ্র এলাকা’ নামে পরিচিত।