ক্যুইজ : ভারতে নয়, বিশ্বের সবচেয়ে উঁচু গণেশের মূর্তি কোথায় আছে জানেন?

জানেন বিশ্বের বৃহত্তম গণেশ মূর্তি কোথায় আছে?

General Knowledge Quiz : ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানার চেষ্টা করে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা তাদের অনেক সহায়ক হতে পারে। এগুলো লিখিত পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এবার এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম (Allan Octavian Hume)।

২) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম ফুল কোনটি এবং সেটি কোন দেশে পাওয়া যায়?
উত্তরঃ ইন্দোনেশিয়ায় দেখা যায় বিশ্বের বৃহত্তম ফুল র‍্যাফ্লেসিয়া (Rafflesia)।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের (West Bengal) সাথে কয়টি প্রতিবেশী রাজ্যের সীমান্ত রয়েছে?
উত্তরঃ পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গের সাথে সীমানা ভাগ করেছে। পূর্ব দিকে আসাম, উত্তরে সিকিম, পশ্চিমে বিহার ও ঝাড়খন্ড এবং দক্ষিণে ওড়িশা।

৪) প্রশ্নঃ ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি?
উত্তরঃ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস
(All-India Trade Union Congress / AITUC)।

৫) প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং (Lord Canning)।

Image

৬) প্রশ্নঃ ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?
উত্তরঃ খান আব্দুল গাফ্ফার খান।

৭) প্রশ্নঃ মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তরঃ পানামা খাল (The Panama Canal) মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল, এটি জাহাজ চলাচলের জন্য আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।

৮) প্রশ্নঃ কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিল?
উত্তরঃ ১৭৬৫ সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে।

৯) প্রশ্নঃ কোন ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়?
উত্তরঃ ভিটামিন সি।

Image

১০) প্রশ্নঃ ভারতে নয়, বিশ্বের সবচেয়ে উঁচু গণেশের (Lord Ganesha) মূর্তি কোথায় আছে জানেন?
উত্তরঃ গণেশের সবচেয়ে উঁচু মূর্তি রয়েছে থাইল্যান্ডে (Thailand)। এই মূর্তিটি প্রায় ৪০ মিটার উঁচু, যা সম্পূর্ণ ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত হয়েছে।