একই গ্রামে ১৭টি ব্যাঙ্ক ও জমা ৫০০০ কোটি টাকা! জানেন ভারতের ধনীতম গ্রামটি কোথায়?

জানেন ভারতের সবচেয়ে ধনী গ্রামটি কোথায় রয়েছে?

Richest Village: গ্রামের প্রসঙ্গ উঠলেই শহুরে মানুষদের যে কথাটা সবার প্রথমে মনে আসে, তা হলো অত্যন্ত গরিব বা অনুন্নত অঞ্চল। তবে এই প্রতিবেদনে ভারতের এমনি একটি গ্রামের কথা বলা হয়েছে যেখানকার আর্থিক পরিকাঠামো জীবনযাপনের কথা শুনলে ছোটখাটো শহরের মানুষেরাও লজ্জা পাবেন। 

হ্যাঁ, ভারতবর্ষে এমনি একটি গ্রাম রয়েছে যেখানে ১৭টা ব্যাঙ্ক রয়েছে। এই গ্রামটি ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ধনী গ্রাম হিসেবে পরিচিত। এটি গুজরাটের (Gujarat) কচ্ছ জেলার সদর ভুজ থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত, যার নাম মাধাপার (Madhapar)। এখানে লেওয়া পটেল সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। 

Image

গ্রামটির প্রাক্তন পঞ্চায়েত সদস্য মারফত জানা যায় যে, মাধাপার গ্রামের সমৃদ্ধি আজ নয়, ১৯৩৪ সাল থেকেই। যখন এই গ্রামের প্রথম একটি বিদ্যালয় স্থাপিত হয়েছিল, তখন দূর-দূরান্ত থেকে মানুষ দেখতে আসত। যদিও সেই বিদ্যালয়টি আজ নেই। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হলেও সেখানকার শিক্ষার্থীরা মিলে তার পুনঃনির্মাণ করে তুলেছিল।

Image

মাধাপারের অনেক বাসিন্দা আফ্রিকা, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় বিদেশে কাজ করে। কিন্তু তারা ভারতে তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করে, যা মাধাপারকে ৫০০০ কোটির বেশি মূল্যের ব্যাঙ্ক আমানতের ক্ষেত্রে সবচেয়ে ধনী গ্রামগুলির মধ্যে একটি করে তুলেছে ।

Image

যেমন ১৯৭৫ সালেই এই গ্রামটির পোস্ট অফিসে জমা ছিল ৫০০ কোটি টাকারও বেশি। বর্তমানে মাধাপার গ্রামে ১ লক্ষ মানুষের বসবাস এবং তাদের জীবন যাপনও শহুরে মানুষদের চেয়ে কোন অংশে কম নয়। গ্রামে গড় মাথাপিছু নগদ অর্থ প্রায় ১৫ লক্ষ টাকা। মাধাপার শুধু ভারতের নয়, সম্ভবত বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম। 

সাম্প্রতিক সময়ে, গ্রামটি আরও সবুজ হয়ে উঠেছে, নতুন হ্রদ, ড্যাম এবং গভীর আর্টিসিয়ান কূপ যা সারা বছর বিশুদ্ধ জল সরবরাহ করে। এটিতে নতুন স্বাস্থ্যকেন্দ্র, খেলার মাঠ, পার্ক এবং মন্দির রয়েছে। এই অঞ্চলের সমৃদ্ধিতে কৃষি একটি বড় ভূমিকা পালন করে।

Image

প্রসঙ্গত, ১৯৭১ সালে পাকিস্তান যখন ভুজের হামলা চালিয়েছিল, তখন এই গ্রামের মহিলারাই ভারতীয় সেনাদেরকে রানওয়ে তৈরিতে সাহায্য করেছিল। আর এই ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে অজয় দেবগনের অভিনীত সিনেমা ‘ভুজ: দ্যা প্রাইড অফ ইন্ডিয়া’ (Bhuj: The Pride of India)।