‘সূর্যবংশম’-র অমিতাভের নাতি আজ একজন বড় তেলেগু সুপারস্টার, পরিচয় জানলে চমকে যাবেন

‘সূর্যবংশমে’ অমিতাভের ছোট নাতির কথা মনে আছে? আজ তিনি বড় তেলেগু অভিনেতা

বলিউডে কয়েক দশক ধরে রাজ করছেন অমিতাভ বচন (Amitabh Bachan)। ১৯৯৯ সালে তার মুক্তিপ্রাপ্ত ‘সূর্যবংশম’ (Sooryavansham) ছবিটি আজও দর্শকদের মনে গভীরভাবে গেঁথে রয়েছে। সূর্যবংশম-এ অমিতাভ বচ্চনের দ্বৈত চরিত্র ছিল। হীরা ঠাকুর হোক কিংবা অমিতাভ বচ্চনের নাতি ছোট্ট ভানু প্রতাপের কথা মনে আছে? তিনি আজ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি বড় সুপারস্টার, যার পরিচয় জেনে অবাক হবেন? 

Image

এই সিনেমাতে অমিতাভ বচ্চনকে দ্বৈত চরিত্র দেখা গিয়েছিল। সেইসঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জীও (Rachna Banerjee) ছিলেন। সিনেমাটির প্রত্যেকটি চরিত্র দর্শক মহল আজও মনে রেখেছে। সিনেমাটিতে অমিতাভ বচ্চনের নাতি অর্থাৎ ছোট্ট ভানু প্রতাপের চরিত্রে শিশু শিল্পী ছিলেন যার নাম আনন্দ বর্ধন (Anand Vardhan)

Image

প্রায় ২৪ বছর আগের সেই ছোট্ট ছেলেটি আজ আর ছোট নেই। এখন তার বয়স প্রায় ৩০ এর কাছাকাছি। সূর্যবংশম ছবিতে অভিনয় করার পরবর্তীতেও তাকে কিছু ছবিতে দেখা যায়। তবে এর ১২ বছর তাকে আর ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। এত সময় পেরিয়ে গেলেও তিনি ফিরেছেন তেলেগু ইন্ডাস্ট্রিতে।

Image

১৯৯৭ এ মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়ারাগালু’ ছবিতে শিশু শিল্পী হিসেবেই কাজ শুরু করেন, যার জন্য বহু পুরস্কারও জেতে আনন্দ। আর ঠিক এরপর সে সুযোগ পায় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার। আনন্দ তার শৈশবেই ২২টি চলচ্চিত্রে কাজ করেছেন।  

Image

এক দশকেরও পর তিনি যখন পুনরায় সিনেমা জগতে পা রাখনেন তখন তাকে চেনাই দুষ্কর হয়ে ওঠে। দর্শকরা অপেক্ষা করছেন আনন্দকে নতুন রূপে দেখার জন্য। তবে আপাতত তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন। এখনও তার বলিউডে আসার সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি।