GK প্রশ্ন : জানেন ভারতবর্ষ বাংলার কত তারিখে স্বাধীন হয়েছিল?

বাংলার কত তারিখে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ?

General Knowledge Quiz : দীর্ঘ ২০০ ব্রিটিশদের শোষণ ও শাসনের অত্যাচার থেকে ভারতবর্ষ ১৫ই আগস্ট ১৯৪৭ সালে মুক্তি পেয়েছিল। ভারত স্বাধীন হওয়ার দিনটি আমাদের প্রত্যেকের জানা, কিন্তু জানেন কি ঐদিন বাংলার কত তারিখ ছিল? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন পাখির ডিমের কুসুমের রঙ গোলাপি?
উত্তরঃ ফ্লেমিঙ্গো (Flamingo) নামক পাখির ডিমের কুসুমের রঙ গোলাপি।

২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে গুগল (Google), ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার নিষিদ্ধ?
উত্তরঃ চীন দেশের গুগল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি নিষিদ্ধ।

৩) প্রশ্নঃ কালো বিড়ালকে কোন দেশে খুবই শুভ বলে মনে করা হয়?
উত্তরঃ জাপান দেশে কালো বিড়াল দেখা খুবই শুভ বলে মনে করা হয়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে বিবাহ বিচ্ছেদের হার সবচাইতে কম?
উত্তরঃ ভারতবর্ষে বিবাহ বিচ্ছেদের হার সবচাইতে কম।

৫) প্রশ্নঃ পুরনো বই থেকে এক ধরনের গন্ধ বের হয় এর কারন কি?
উত্তরঃ এই গন্ধের কারণ হলো কাগজের সাথে কালির বিক্রিয়া।

৬) প্রশ্নঃ কোন গ্রহ তার সুন্দর বলয়ের জন্য পরিচিত?
উত্তরঃ শনি গ্রহ তার সুন্দর বলয়ের জন্য পরিচিত।

Image

৭) প্রশ্নঃ কোন প্রাণীর দাঁত ইস্পাতের মত শক্ত?
উত্তরঃ হাঙ্গরের দাঁত ইস্পাতের মত শক্ত।

৮) প্রশ্নঃ হাসপাতাল ট্রেন (Hospital Train) আছে কোন দেশে?
উত্তরঃ ভারতবর্ষে হাসপাতাল ট্রেন আছে।

৯) প্রশ্নঃ ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তির নাম কী?
উত্তরঃ ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি নাম হল ডঃ শ্রীকান্ত জিচকার (Dr. Shrikant Jichkar)।

১০) প্রশ্নঃ জানেন ভারতবর্ষ বাংলার কত তারিখে স্বাধীন (Independence Day) হয়েছিল?
উত্তরঃ ভারত স্বাধীন হয়েছিল বাংলার ১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ, শুক্রবার দিন।