GK প্রশ্ন : জানেন ভোটের কালিতে কোন পদার্থ মেশানো থাকে, যা সহজে উঠে যায় না?

জানেন ভোটের কালি প্রস্তুতিতে কোন পদার্থ ব্যবহার করা হয়?

General Knowledge Quiz : লোকসভা ও বিধানসভা যেকোনো ভোটের সময় ভোট জালিয়াতি থেকে রক্ষা করতে আঙুলে কালি দেওয়া হয়। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই কালি বেশ কয়েকদিন পর্যন্ত আঙুলে থেকে যায়। কিন্তু জানেন কি ভোটের কালিতে কোন পদার্থ মেশানো থাকে, যা সহজেই উঠে যায় না? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ ভারতের প্রথম জাতীয় পতাকা কে উত্তোলন করেছিলেন?
উত্তরঃ শচীন্দ্র প্রসাদ বসু (Sachindra Prasad Bose) ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।

২) প্রশ্নঃ EMI এই কথাটির পূর্ণরূপ কী?
উত্তরঃ EMI-এর পূর্ণরূপ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট (সমান মাসিক কিস্তি)।

৩) প্রশ্নঃ চলন্ত ট্রেন থেকে ফোন পড়ে গেলে কি করবেন?
উত্তরঃ অন্য কারো ফোন থেকে RPF এর হেল্পলাইন ১৮২ নম্বরে ফোন করে জানাবেন কোন দুটি স্টেশনের মধ্যে ফোনটা পড়েছে, তারা আপনার ফোনটা উদ্ধার করতে পারলে, আপনাকে জানিয়ে দেবে।

৪) প্রশ্নঃ একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত?
উত্তরঃ ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত ১:১২।

৫) প্রশ্নঃ এখনো পর্যন্ত কতজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ ১৯১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত থেকে মোট ৯ জন নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন।

৬) প্রশ্নঃ বঙ্গোপসাগরের ইংরেজি নাম কী?
উত্তরঃ বে অফ বেঙ্গল (Bay of Bengal)।

৭) প্রশ্নঃ গ.সা.গু. এর পূর্ণরূপ কী জানেন?
উত্তরঃ গ.সা.গু. এর পূর্ণরূপ হল — গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।

৮) প্রশ্নঃ রেললাইনে আগেকার দিনে কোন গাছের কাঠ ব্যবহার করা হতো?
উত্তরঃ শাল ও গর্জন গাছের কাঠ ব্যবহার করা হতো।

৯) প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটির নাম কী?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশটির নাম হলো আলজেরিয়া (Algeria)।

Image

১০) প্রশ্নঃ জানেন ভোটের কালিতে কোন পদার্থ মেশানো থাকে, যা সহজে উঠে যায় না?
উত্তরঃ ভোটের কালি তৈরিতে সিলভার নাইট্রেট (Silver nitrate) ব্যবহার হয়, তাই সহজেই মুছে ফেলা যায় না। কমপক্ষে এটি ৭২ ঘণ্টা আঙুলের সাথে চিপকে থাকে। এছাড়া জলের সংস্পর্শে এলে কালো হয় এবং দীর্ঘ সময় ধরে থাকে।