GK প্রশ্ন : পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পাওয়াকে লেটার মার্কস বলা হয়, কেন জানেন?

যে কারণে পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেলে লেটার মার্কস বলা হয়?

General Knowledge Quiz : প্রতিটা ছাত্রছাত্রী লেটার মার্কস পেয়েই পাশ করার স্বপ্ন দেখে থাকে। তবে ৮০ শতাংশ নম্বর পেলেই লেটার মার্কস বলা হয়, কিন্তু কেন জানেন? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে, চিন্তা করার কিছু নেই, এমনই কিছু আকর্ষণীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হল।

১) প্রশ্নঃ ভারতের বৃহত্তম রেল ডায়মন্ড ক্রসিং রোড (Diamond Crossing) কোথায় রয়েছে?
উত্তরঃ মহারাষ্ট্রের নাগপুরে।

Image

২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় একটিও মহকুমা নেই?
উত্তরঃ কলকাতা জেলায় একটিও মহকুমা নেই।

৩) প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল কোন শতাব্দীতে?
উত্তরঃ সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল।

৪) প্রশ্নঃ কোন নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে?
উত্তরঃ নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু (Sandakphu), যার উচ্চতা ৩,৩৩৬ মিটার।

৬) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?
উত্তরঃ টাংস্টেন (Tungsten) ধাতু দিয়ে তৈরি হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট।

৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম রেলপথ তৈরি হয়েছিল কোন দেশে?
উত্তরঃ ইংল্যান্ডে সর্বপ্রথম রেলপথ তৈরি হয়েছিল।

৮) প্রশ্নঃ কোন পাখি লোহা ও পাথরের টুকরো খায়?
উত্তরঃ উটপাখি লোহা ও পাথরে টুকরো খায়।

৯) প্রশ্নঃ ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯২৫ সালে বোম্বেতে।

Image

১০) প্রশ্নঃ পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পাওয়াকে লেটার মার্কস (Letter Marks) বলা হয়, কেন জানেন?
উত্তরঃ পরীক্ষায় লেটার মার্কস পাওয়া LETTER শব্দটির সঙ্গে সম্পর্কিত রয়েছে। যদি এই ইংরেজি বর্ণমালার অবস্থানগুলিকে ক্রম অনুসারে সাজানো হয়, তাহলে L হবে ১২ নম্বরে, একইভাবে E = ৫, T= ২০, T = ২০, E = ৫, R = ১৮। এবার বর্ণগুলিকে পরপর যোগ করলে ৮০ হয়। তাই একে লেটার মার্কস বলা হয়।