ব্যবহার করেন সবাই, কিন্তু জানেন বাংলায় স্মার্টফোনকে কী বলে? ৯৯% বাঙালির কাছে উত্তর নেই!

জানেন স্মার্টফোনকে বাংলায় কী বলা হয়?

প্রযুক্তির যুগে স্মার্টফোনের (Smartphone) ব্যবহার এতটাই বেড়েছে যে এই ডিভাইসটি ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। অ্যাপলের সিইও স্টিভ জোবস (Steve Jobs) সেই যে মডার্ন ফোনের সাথে পরিচয় করালেন আমাদের তারপর থেকে আর ফোন ছাড়া মানুষের বেঁচে থাকাটাই নিরর্থক হয়ে দাঁড়িয়েছে। 

কিন্তু মোবাইলের উৎপত্তি ঠিক কখন হয়েছিল? আর এই ডিভাইসটির বাংলা অর্থ কী, সেটা অনেকেই জানেননা।মোবাইলের উত্থান হয় সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৭৩ সালে মটোরোলার (Motorola) গবেষক মার্টিন কুপার (Martin Cooper) প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। তবে সেসময় বোতাম টিপেই চালাতে হত।  

আধুনিক স্মার্টফোনটি ২০০৭ সালে অ্যাপল (Apple) দ্বারা উদ্ভাবিত হয়েছিল। প্রথম আইফোনটিতে (iPhone) একটি টাচস্ক্রিন ডিসপ্লে, একটি মাল্টি-টাচ ইউজার ইন্টারফেস এবং iOS অপারেটিং সিস্টেম ছিল। এতে ক্যামেরা, ওয়েব ব্রাউজার এবং অ্যাপ স্টোরের মতো বেশ কিছু বিল্ট-ইন বৈশিষ্ট্যও ছিল। 

Image

আধুনিক স্মার্টফোন আবিষ্কারের পর থেকে অনালাইনে কাজ হোক বা যোগাযোগের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এইতো গেল মোবাইলের ইতিহাস। কিন্তু মোবাইল ফোনের বাংলা প্রতিশব্দ ঠিক কী জানেন কী? আসলে মোবাইলকে বাংলায় বলা হয় চলভাষ। 

এছাড়াও হামেশাই আমরা যেসমস্ত ইংরেজি শব্দ ব্যবহার করি তার বাংলা প্রতিশব্দও জেনে নিনঃ 

  • ১) প্রশ্ন: বাইসাইকেল (Bicycle)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: দ্বিচক্রযান।
  • ২) প্রশ্ন: টেলিভিশন (Television)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: দূরদর্শন।
  • ৩) প্রশ্ন: রেডিও (Radio)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: বেতার।
  • ৪) প্রশ্ন: Text Message/SMSএর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: বার্তা/লিখিত বার্তা।
  • ৫) প্রশ্ন: টেলিফোন (Telephone)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: দূরাভাষ।
  • ৬) প্রশ্ন: ইন্টারনেট (Internet)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: অন্তর্জাল।
  • ৭) প্রশ্ন: মোবাইল (Mobile)-এর বাংলা প্রতিশব্দ কী? উত্তর: চলভাষ।