ভাইরাল নিউজ: জানেন ‘শ্যাম্পু’কে বাংলায় কী বলে? এর উত্তর ৯৯% মানুষের অজানা

বাংলায় ‘শ্যাম্পু’র অর্থ কী জানেন?

Meaning of Shampoo in Bengali: প্রতিদিনই আমাদের চুলে ময়লা থেকে শুরু করে খুশকি ও পরিবেশের বিষাক্ত পদার্থগুলি জমা হয়। তাই চুল ধোয়া এবং পরিষ্কার করতে শ্যাম্পুর কোনও বিকল্প নেই। শ্যাম্পু চুলে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করে এবং চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তবে শ্যাম্পু ব্যবহার করলেও এর বাংলা কি তা আমাদের অনেকেরই অজানা।

Image

চুলের শ্যাম্পু করার পর যা ব্যবহার করা হয় তা হচ্ছে কন্ডিশনার। এটি চুলকে স্টাইলিস্ট করে তোলার পাশাপাশি আরো নমনীয় করতে সাহায্য করে। শ্যাম্পু করার পর চুলে যে রুক্ষতার সৃষ্টি হয় কন্ডিশনার তা কাটিয়ে চুলকে আরো নরম করে। ‘শ্যাম্পু’র বাংলা জানার আগে তার ইতিহাস জানা দরকার।

কথিত আছে, ভারতবর্ষের সর্বপ্রথম শ্যাম্পুর ব্যবহার শুরু হয়েছিল। আমলকি ও বিভিন্ন ছোট ছোট জাতীয় গাছ থেকে এটি প্রস্তুত করা হতো। ১৭৬২ সালের দিকে সংস্কৃত শব্দ ‘চাম্পু’ থেকে ইংরেজিতে শ্যাম্পু শব্দটির উৎপত্তি হয়। চাম্পু কথাটির অর্থ হল একপ্রকার তেল দিয়ে মাথায় ম্যাসাজ করাকে বোঝানো হতো।

Image

এরপর ইংল্যান্ডে আনুমানিক ১৮১৪ সালে শ্যাম্পু তৈরি করা হয়। পরবর্তীকালে ধীরে ধীরে গোটা বিশ্বজুড়ে শ্যাম্পুর ব্যবহার শুরু হয়। বর্তমানে এটি মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিসের মধ্যে একটি হয়ে উঠেছে তাই গোটা বিশ্বজুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে।

তবে শ্যাম্পুকে বাংলায় কী বলে তা নিয়ে অনেকেই ভাবিয়ে তোলে। তবে জানলে অনেকেই অবাক হবেন, শ্যাম্পু-কে বাংলায় মাথা ধোয়ার ডিটারজেন্ট বা সাবানযুক্ত তরল পদার্থ অথবা কেশ পরিমার্জক বলা হয়। যদিও এই শব্দগুলি প্রচলিত নয় বললেই চলে। তবে শ্যাম্পুকে আমরা বাংলাতেও শ্যাম্পুই বলে থাকি।