ইন্টারভিউ প্রশ্ন: একজন পিতা তার কন্যাকে জন্মের সময় যা দেয় এবং বিবাহের সময় কেড়ে নেয় তা কী?

Interview Questions: সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য ইন্টারভিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রায়ই দেখা যায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যান। মূলত, ইন্টারভিউতে প্রার্থীদের জ্ঞানের পাশাপাশি প্রেজেন্স অব মাইন্ডও পরীক্ষা করা হয়।

ইন্টারভিউতে প্রায়শই এই জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যার উত্তরগুলি সিলেবাসের বাইরে থাকে। গত কয়েক বছরের ইন্টারভিউ গুলিতে তেমনই কিছু প্রশ্ন করা হয়েছিল এবার উত্তরসহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: কোন প্রাণী চোখ তার মস্তিষ্কের চেয়ে বড়?
উত্তর: উটপাখির চোখ তার মস্তিষ্কের চেয়ে বড়।

২) প্রশ্ন: কোন প্রাণীর মাথায় হৃদপিণ্ড থাকে? 
উত্তর: কাকড়া।

৩) প্রশ্ন: এমন কি জিনিস যা জ্বলে না এবং ডোবেও না?
উত্তর: বরফ।

৪) প্রশ্ন: কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
উত্তর: ভাল্লুক

Image

৫) প্রশ্ন: শিরচ্ছেদ করার পরও কোন প্রাণী বেঁচে থাকতে পারে?
উত্তর: আরশোলা।

৬) প্রশ্ন: দেশের বৃহত্তম পাখি কোনটি?
উত্তর: সারস দেশের বৃহত্তম পাখি।

৭) প্রশ্ন: দেশের কোন রাজ্যকে ভারতের কোহিনুর বলা হয়?
উত্তর: অন্ধ্রপ্রদেশকে দেশের কোহিনূর বলা হয়।

৮) প্রশ্ন: কোন রাজ্যটি তিন দিক দিয়ে বাংলাদেশ দ্বারা বিস্তৃত?
উত্তর: ত্রিপুরা।

৯) প্রশ্ন: কোন জিনিসটি মৃত্যু পর্যন্ত আমাদের ছেড়ে যায় না?
উত্তর: আমাদের অতীত।

১০) প্রশ্ন: কোন প্রাণীর রক্তের রঙ সবুজ?
উত্তর: নিউ গিনি নামের গিরগিটির রক্ত সবুজ। এর ফলে তাদের শরীর ও জিভও সবুজ।

Image

১১) প্রশ্ন: সে ভিখারি নয় কিন্তু টাকা চায়, তিনি কে? 
উত্তর: বাসের কন্ট্রাক্টর।

১২) প্রশ্ন: কোন ঘরের দরজায় বা জানলা নেই?
উত্তর: মাশরুম Mush‘room’।

১৩) প্রশ্ন: পেট্রোল পাম্পে কোন ধরনের পোশাক পরা উচিত নয়?
উত্তর: সিন্থেটিক। 

১৪) প্রশ্ন: সমুদ্র বাস করে এবং আপনার ঘরেও বাস করে, এমন কী?
উত্তর: লবণ।

১৫) প্রশ্ন: কন্যা জন্মালে তার পিতা দেন এবং বিয়ের সময় কেড়ে নেন, সেটা কী?
উত্তর: মেয়েটির পদবী (আসলে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।