প্রসেনজিৎ নিজেই একটা ‘ফিল্ম ইন্ডাস্ট্রি’, জানেন বুম্বা দা’র সম্পত্তির পরিমাণ কত?

বিনোদন জগত মানেই গ্ল্যামার ওয়ার্ল্ডের হাতছানি। বলিউড বা হলিউড তারকাদের বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের সীমা নেই, ঠিক তেমনি টলিউড তারকাদের সম্পত্তি কত তা নিয়েও সাধারণ মানুষের আগ্রহ সবসময়ই তুঙ্গেই থাকে। এই প্রতিবেদনে জানানো হয়েছে টলিউডে ‘ইন্ডাস্ট্রি’ নামে খ্যাত প্রসেনজিৎ তথা, সুপারস্টার দেব ও জিৎ এর সম্পত্তির পরিমাণ।

হলিউড বা বলিউডের তারকাদের সম্পত্তির সম্পর্কে প্রায় সকলেরই জানা। তবে টলিউড তারকাদের বাড়ি, গাড়ি সম্পত্তি সম্পর্কে জানার আগ্রহও কম নয়। বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে এগিয়ে রয়েছে এই তিন সুপারস্টার জিৎ, দেব, ও প্রসেনজিৎ। তাই এবার জেনে নেওয়া যাক তাদের মোট সম্পত্তির পাশাপাশি একটি ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নেন..  

জিৎ: বাংলা ইন্ডাস্ট্রির তিনজন সুপারস্টার এর মধ্যে তিনি হলেন অন্যতম। সম্প্রতি তার প্যান ইন্ডিয়া ছবি ‘চেঙ্গিজ’ যা বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও প্রশংসিত হয়েছে। তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তার ভক্তদের। এক একটি ছবিতে অভিনয় করতে জিৎ আনুমানিক ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। মিডিয়া সূত্রে জানা যায়, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। 

দেব: মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম থেকে এসে বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার হওয়ার পথটা খুব একটা সহজ ছিল না। ‘অগ্নিপথ’ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন। যদিও ‘পাগলু ‘, ‘টনিকের’ মত বহু হিট ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমান ৯৭ কোটি টাকা। তিনি এক একটি সিনেমার জন্য ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। 

প্রসেনজিৎ: গত কয়েক দশক ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে গেছেন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম নামী অভিনেতা ও সুপারস্টার শুধু নন, প্রসেনজিৎ নিজেই একটা ‘ইন্ডাস্ট্রি’। তাকে ভালোবেসে বুম্বা দা’ নামে সম্বোধন করেন তাঁর অনুরাগীরা। দেব, জিৎ-এর মতো তিনিও প্রযোজক। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪২০ কোটি। তিনি একটি সিনেমার জন্য ৮৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।