GK প্রশ্ন : জানেন বাঘ ও সিংহের মিলনের ফলে কোন প্রাণীর জন্ম হয়?

কোন প্রাণী জন্ম হয় বাঘ ও সিংহের মিলনের ফলে?

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এছাড়া ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। এর মাধ্যমে আপনার বুদ্ধির বিকাশ ঘটে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। আজকের এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ শীতকালে আমাদের কতক্ষণ সূর্যের আলোয় থাকা উচিত?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, শীতকালে ৩০ মিনিট সূর্যের আলোয় থাকা উচিত।

২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
উত্তরঃ চীন দেশে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়।

৩) প্রশ্নঃ রাতের শেষ ভাগকে এক কথায় কী বলা হয়?
উত্তরঃ রাতের শেষ ভাগকে এক কথায় বলে পররাত্র।

৪) প্রশ্নঃ মানুষ প্রথম কত সালে চাঁদের মাটিতে পা রেখেছিল?
উত্তরঃ ১৯৬৯ সালে মানুষ প্রথম চাঁদে পা রাখে।

Image

৫) প্রশ্নঃ বলুন তো দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ভারতের রাজধানী দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত।

৬) প্রশ্নঃ ভারতে সবথেকে বেশি পাটকল কোন রাজ্যে আছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যে সবথেকে বেশি পাটকল রয়েছে।

৭) প্রশ্নঃ হিন্দি ও বাংলা ভাষার পর ভারতের কোন ভাষায় সব থেকে বেশি কথা বলা হয়?
উত্তরঃ মারাঠি ভাষায়।

৮) প্রশ্নঃ কোন পাখির লাথিতে একজন মানুষের মৃত্যু হতে পারে?
উত্তরঃ উটপাখির লাথিতে মানুষের মৃত্যু হতে পারে।

৯) প্রশ্নঃ কোন ধাতু জলের থেকেও হালকা?
উত্তরঃ সোডিয়াম ধাতুটি জলের থেকেও হালকা।

Image

১০) প্রশ্নঃ জানেন বাঘ ও সিংহের মিলনের ফলে কোন প্রাণীর জন্ম হয়?
উত্তরঃ বাঘ ও সিংহের মিলনের ফলে লাইগার নামক প্রাণীর জন্ম হয়। এই দুই প্রজাতির প্রাণীকে সংকর প্রাণী বলা হয়।