GK : বাংলায় তো বাস করেন, জানেন ‘পশ্চিমবঙ্গের রূপকার’ কাকে বলা হয়?

পশ্চিমবঙ্গের রূপকার নামে পরিচিত কে জানেন?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি নানান প্রশ্নগুলি করা হয়। এজন্য সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি আসে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের গোল্ডেন সিটি বা সোনার শহর নামে পরিচিত কোনটি?
উত্তরঃ পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) বিখ্যাত স্বর্ণমন্দির থাকায় এই শহরকে গোল্ডেন সিটি বা সোনার শহর বলা হয়।

২) প্রশ্নঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল কোথায় আছে?
উত্তরঃ মহাপ্রয়াণ ঘাট, পাটনা।

৩) প্রশ্নঃ রাজা রামমোহন রায়ের জন্মস্থান পশ্চিমবঙ্গের কোন জেলায়?
উত্তরঃ ১৭৭২ সালের ২২ মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে রামমোহন রায়ের জন্ম হয়।

৪) প্রশ্নঃ মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন?
উত্তরঃ ১৯৬৬ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন রিতা ফারিয়া (Rita Faria)।

৫) প্রশ্নঃ নোবেল পুরস্কার দেওয়ার অর্থ কী?
উত্তরঃ চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের (Alfred Nobel) নামে ও তাঁর রেখে যাওয়া অর্থে প্রদান করা হয়।

৬) প্রশ্নঃ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর বর্তমান নাম কী?
উত্তরঃ মেজর ধ্যানচাঁদ পুরস্কার, যাকে ভারতের হকির কিংবদন্তি বলা হয়।

৭) প্রশ্নঃ কলকাতা জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত?
উত্তরঃ প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত।

৮) প্রশ্নঃ গ্যাস বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ হিলিয়াম গ্যাস।

৯) প্রশ্নঃ আগুন দেখে ভয় পাওয়াকে কী বলা হয়?
উত্তরঃ পাইরোফিয়া (Pyrophia)।

১০) প্রশ্নঃ জানেন ‘পশ্চিমবঙ্গের রূপকার’ কাকে বলা হয়?
উত্তরঃ ডঃ বিধান চন্দ্র রায়কে (Dr. Bidhan Chandra Roy) পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। কারণ তিনি চিকিৎসার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব থাকাকালীন এই রাজ্যের চারটি শহরের (দূর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর-কল্যাণগড়) প্রতিষ্ঠা করেছিলেন। তার সময় পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি হয়েছিল সেই কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়।