দিব্যা ভারতীর চলে যাওয়ায় এই নায়িকার কপাল খুলে যায়, আজ তিনি বলিউডের ‘সুপারস্টার’

দিব্যা ভারতী যেতে যেতে এই নায়িকাকে তারকা বানিয়ে দিয়েছিলেন

মাত্র ১৪ বছর বয়স থেকেই দিব্যা ভারতী (Divya Bharti) চলচ্চিত্রের জন্য অফার পেতে শুরু করেন। তখন তিনি স্কুলে পড়তেন এবং তার বাবা মাকে প্রযোজকরা চলচ্চিত্রে কাজ করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। এরপর ১৬ বছর বয়সে রূপালী পর্দায় পা রাখেন। তবে দিব্যা ভারতীর সুপারস্টারের মর্যাদা পেতে খুব বেশি দেরি হয়নি।

তার অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও স্টাইলের জন্য খুবই প্রশংসিত হন। তার জনপ্রিয়তা এতদূর পৌঁছেছিল যে চলচ্চিত্র নির্মাতারা দিব্যাকে অনেক আগে থেকেই ছবির জন্য চুক্তিবদ্ধ করতেন। আর দিব্যা ভারতী যখন মারা যান তার পরিবর্তে অন্যান্য নায়িকাদের নিয়ে পুনরায় শ্যুট করা হয়েছিল।  

দিব্যা ভারতীর এমনই অনেক ছবি ছিল যেগুলো পরে ব্যাপক হিট হয়েছিল। তেমন একটি ছবি ‘মোহরা’। খুব কম লোকই জানেন যে এই ছবির পরিচালক রাজীব রাই দিব্যা ভারতীকে নায়িকা হিসেবে প্রথমে চুক্তিবদ্ধ করেছিলেন। দিব্যা কিছু দৃশ্যের শুটিংও করেন, কিন্তু এর মধ্যেই তার মৃত্যুর খবর সবাইকে হতবাক করে।

ফলে ‘মোহরা’ (Mohra) ছবির কাজও বন্ধ হয়ে যায়। এইসময় পরিচালক রাজীব রাই একজন নতুন নায়িকার খোঁজ করেন এবং রবীনা ট্যান্ডনকে (Raveena Tandon) চুক্তিবদ্ধ করেন। তবে রবীনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন হলেও তার সুপারহিট ছবি দিয়ে সবার নজর কাড়েন। এরপর ‘দিলওয়ালে’তেও দুর্দান্ত অভিনয় করেন।

১৯৯৪ সালে ‘মোহরা’ ছবিটি মুক্তির সাথে সাথে দুর্দান্ত হিট হয়েছিল এবং সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। অ্যাওয়ার্ড শো-তেও ছবিটি বেশ আলোড়ন সৃষ্টি করে। ১৯৯৫ সালের ফিল্মফেয়ারে ছবিটি ৯টি মনোনয়ন পায় এবং রবীনার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছিল।

রবীনা ছাড়াও এই ছবিতে অভিনয় করেন সুনীল শেট্টি, অক্ষয় কুমার ও নাসিরউদ্দিন শাহ। এই ছবির সাফল্যে রবীনা ট্যান্ডনের ক্যারিয়ারকে আরো উচ্চতায় নিয়ে যায়। এরপর রবীনাকে আরো অনেক চলচ্চিত্রে প্রস্তাব দেয়া হয়েছিল, যার মধ্যে অনেকগুলি ব্লকবাস্টার হয়। সর্বশেষ এই অভিনেত্রীকে ২০২২ সালে ‘কেজিএফ চ্যাপ্টার-২’তে দেখা যায়।