আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে অন্য কেউ SIM তোলেনি তো? যাচাই করুন সহজেই

এখন যেকোনো কাজেই আধার কার্ড লাগে আর এর সাথে যুক্ত আপনার মোবাইল নাম্বারও। তাই যে কোন কাজ করতে গেলে প্রথমে নোটিফিকেশনটা আসে আপনারই মোবাইলে। জানিয়ে রাখি, আমাদের দেশে একটা আধার নম্বর ব্যবহার করে মোট ১৮টি সিম কার্ড তোলা যায়। এবার আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম কার্ড তোলে নি তো? 

হ্যাঁ, এমনও কিছু মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যারা অন্যের আধার কার্ড ব্যবহার করে সিম তুলছে। তাই সন্দেহ হলে জেনে রাখুন আপনার আধার নম্বরটি সুরক্ষিত আছে কিনা। এর জন্য কোন কম্পিউটার লাগবে না, আপনি সহজেই স্মার্টফোন থেকেও জেনে নিতে পারবেন।

👉🏻 কিভাবে জানবো আমার আধার নম্বরটি সুরক্ষিত রয়েছে কিনা?

১) প্রথমে আপনাকে UIDAI-এর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর Aadhaar Services > Aadhaar Authentication History 

২) এরপর সঠিক জায়গায় আপনার আধার নাম্বারের ১২ অঙ্কের সংখ্যাটি দিতে হবে। এবার ক্যাপচা দেবেন।

৩) এরপর OTP Generate-র অপশনে ক্লিক করবেন। এবার মোবাইলে OTP এলে দিন।

৪) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে Authentication Type নম্বার অফ রেকর্ড ও OTP আরও একবার দিতে হবে।

৫) ড্রপডাউন মেনু থাকবে। সেখান থেকে All অপশনটি বেছে নিন।

৬) এরপর Select Date Range-এ যান। সেখানে গত ছয় মাসে আপনার আধার কার্ড এর সমস্ত History দেখতে পাবেন। সাবমিট করলেই পেয়ে যাবেন সমস্ত History।

৭) এবার অথেন্টিকেশন এর জন্য আবার OTP-র Request করুন। তাহলে আপনার আধার কার্ড কবে কোথায় ব্যবহৃত হয়েছে এসব তথ্য পেয়ে যাবেন।

৮) এবার আপনার আধার কার্ড যদি অন্য কোনো অজানা স্থানে ব্যবহার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি UIDAI-এর ওয়েবসাইটে অভিযোগ দায়ের করবেন।