ধীরুভাইয়ের এই কোটিপতি ‘তৃতীয় পুত্র’কে চেনেন? খুব কম মানুষই তার সম্পর্কে জানবেন!

শুধু অনিল নয়, মুকেশ আম্বানির আরও এক ‘ভাই’ রয়েছে

বিশ্বের অন্যতম ধনী পরিবার আম্বানি পরিবার। ধীরুভাই আম্বানির প্রতিষ্ঠিত ব্যাবসাই এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জ্যোষ্ঠ পুত্র মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যদিও পৈতৃক সম্পত্তির একটা অংশ পেয়েছিলেন কনিষ্ঠ পুত্র অনিল আম্বানি তারপরেও তার ব্যবসা টিকিয়ে রাখতে পারেননি। তবে জানলে অবাক হবেন মুকেশ ছাড়াও তৃতীয় এক সন্তান রয়েছে ধীরুভাইয়ের?

তবে হ্যাঁ তার আম্বানি পরিবারে সাথে রক্তের সম্পর্ক না থাকলেও এই পরিবারের একজন অন্যতম সদস্য। তাকে ধীরুভাই আম্বানি নাকি নিজের তৃতীয় সন্তানের জায়গাতেই রেখেছিলেন। আনন্দ জৈন (Anand Jain) তিনি অনিল ও মুকেশ আম্বানির ভাই! বর্তমানে জয় কর্প লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন তিনি।

কীভাবে আম্বানি পরিবারের এত কাছে চলে এলেন আনন্দ? সূত্র অনুসারে, আনন্দ এবং মুকেশ মুম্বাইয়ের হিল গ্রেঞ্জ হাই স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন। আসলে তিনি মুকেশের খুব কাছের বন্ধু। ১৯৮০ সালে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে মুকেশ ফিরে আসেন এবং ভারতে এসে তিনি বাবার ব্যবসার কাজে হাত লাগান।

Image

অপর দিকে বন্ধুর দেশে ফেরার খবর পেয়ে দিল্লিতে পৈতৃক ব্যবসা ফেলে আনন্দ রিলায়েন্সে যোগ দেওয়ার জন্য চলে আসেন। ক্রমে ধীরুভাইয়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। যার দরুন আনন্দকে ছেলের মতই স্নেহ করতেন তিনি।

৮০ দশকের মাঝামাঝি সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জের ‘কিংপিন’ মনু মানেক রিলায়েন্সের ক্ষতি করার চেষ্টা করলে তা থেকে আনন্দের জন্যই রক্ষা পান। যদিও অনেকেই বলেন আনন্দকে নাকি অনেকটা ধীরু ভাইয়ের মত দেখতে। পরবর্তীতে আনন্দ নিজের ব্যবসার কাজে মনোযোগ দেন এবং তিনি একজন বড় শিল্পপতি হয়ে ওঠেন।

Image

২০০৭ সালে ভারতের সেরা ধনীদের তালিকায় ১১ নম্বরে নাম ছিল তার। আনন্দ বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি মুকেশ আম্বানির প্রধান উপদেষ্টাও। মুকেশের ব্যবসার প্রসারণের ক্ষেত্রে আনন্দের বড় অবদান রয়েছে। এদিকে অনিলের দাবি করেন দাদা মুকেশের সঙ্গে তার দূরত্বের জন্য নাকি আনন্দর হাত ছিল।