আম্বানিদের স্কুলই ভারতের সবচেয়ে দামি স্কুল, এখানে শিক্ষকদের বেতন কত জানলে অবাক হবেন

ধীরু ভাই ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকদের বেতনের অঙ্ক শুনে চমকে যাবেন

Dhirubhai Ambani International School: বর্তমানে দেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর Reliance গ্রুপ এই মুহূর্তে দেশের একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে। আইপিএল (IPL)-এর ক্রিকেট টিম থেকে শুরু করে ফাইভ-জি টেকনোলজি, এই সব ক্ষেত্রে অনেক টাকা বিনিয়োগ করেছে আম্বানির সংস্থার।

Image

কিন্তু শিক্ষা খাতেও যে বিনিয়োগ করেছে মুকেশ আম্বানির এই সংস্থা এই বিষয়ে অনেকেই অজ্ঞাত। আম্বানিদের নিজস্ব স্কুলে পড়েছেন বলিউডের সেলিব্রিটিদের ছেলেমেয়েদের থেকে শুরু করে প্রথম সারির বিজনেস ম্যানদের সন্তানরা। তবে দেশের এই দামি স্কুল অর্থাৎ আম্বানি স্কুলের শিক্ষকরা কত টাকা মাইনে পান জানেন? 

Image

এই স্কুলের নাম হল ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ (Dhirubhai Ambani International School)। ২০০৩ সাল নাগাদ মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি স্বয়ং (Nita Ambani) এই স্কুলের প্রতিষ্ঠা করেন। মুম্বাই শহরে অবস্থিত এই স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য প্রায় বিশ্ব মানের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

যেমন এই স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে শীত-তাপ নিয়ন্ত্রিত ৬০টি শ্রেণীকক্ষ। স্কুলের সব ঘরে রয়েছে সুপারফাস্ট ইন্টারনেটের সুব্যবস্থা। তাছাড়াও এই স্কুলে শুধু মাত্র‌ পড়াশোনা করানো হয় তা নয়, এর পাশাপাশি খেলাধুলা নাচ,গান ও নাটক ,ওপর দেওয়া হয় বিশেষ নজর।

Image

সূত্র মারফত জানা গিয়েছে, এই স্কুলের শিক্ষকরাও নাকি মোটা অঙ্কের বেতন পেয়ে থাকেন। বছরে প্রায় ৩ লক্ষ থেকে ১৭ লক্ষ বেতন পান এখানকার শিক্ষক শিক্ষিকার একাংশ। এই স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত ‌রয়েছেন খোদ নীতা আম্বানির বোন মমতা দালাল। 

Image

তবে এই স্কুলে পড়াশোনার জন্য মোটা টাকার খরচ করতে হয় অভিভাবকদের। জানা গেছে, এখানে ICSE-বোর্ডের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১৫’৪০০ টাকা মাসিক ফি দিতে হয়। এই স্কুলেই পড়াশোনা করেছেন আম্বানি সন্তানরাও। প্রসঙ্গত, নীতা আম্বানি বিয়ের আগে নিজেও একজন স্কুলশিক্ষিকা ছিলেন।