ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জিনিস যা একজন মহিলা তার স্বামী ও ছেলে উভয়কেই খাওয়ায়?

স্বামী ও ছেলেকে খাওয়ায় মহিলারা এমন কোন জিনিস?

Interview Questions: প্রতিবছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি হয় এবং এতে দেশের নানা প্রান্তের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অংশ নেয়। তবে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের ইন্টারভিউ এর জন্য আমন্ত্রণ জানানো হয়। যদিও তারা আগে থেকেই সাধারণ জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে জেনে রাখে।

অনেকেই মনে করেন লিখিত পরীক্ষা পাস করলেও ইন্টারভিউ ক্লিয়ার করার সহজ হবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই যেন এমন কিছু প্রশ্ন করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজেই উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে তেমনই কিছু প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ প্রাচীন ভারতীয় ভৌগোলিক বিশ্বাস অনুসারে ভারত কোন দ্বীপের অংশ ছিল?
উত্তরঃ জম্বুদ্বীপ (Jambudvipa)।

২) প্রশ্নঃ জম্মু ও কাশ্মীরে যে অংশটি চীনের অধীনে রয়েছে তাকে কি বলা হয়?
উত্তরঃ অক্সহাই চীন।

৩) প্রশ্নঃ ‘আরব সাগরের রানী’ (Queen of Arabian Sea) নামে পরিচিত কোন শহরটি?
উত্তরঃ কোচি।

৪) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ ভাকরা বাঁধ (Bhakra Dam) কোন নদীর উপর নির্মিত
উত্তরঃ সতলেজ।

৫) প্রশ্নঃ হিমালয়ের কোন শৃঙ্গকে ‘সাগরমাথা’ বলা হয়?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট (Mount Everest)।

৬) প্রশ্নঃ হরপ্পা সভ্যতার পুরো এলাকার আকৃতি কেমন ছিল?
উত্তরঃ ত্রিভুজাকৃতি।

৭) প্রশ্নঃ পুরাণের মধ্যে প্রাচীনতম পুরাণ কোনটি?
উত্তরঃ মৎস্যপুরাণ (Matsya Purana)।

৮) প্রশ্নঃ সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ সম্রাট অশোক (Ashoka)।

৯) প্রশ্নঃ মস্তিষ্কের কোন অংশ পারফিউমের তীব্র গন্ধ বা সুগন্ধকে চিহ্নিত করে?
উত্তরঃ সেরিব্রাম (Cerebrum)।

১০) প্রশ্নঃ রক্তের মধ্যে নাইট্রোজেন বর্জ্য জমা হলে কোন অঙ্গটি কাজ করে না?
উত্তরঃ কিডনি (Kidney)।

১১) প্রশ্নঃ কালাজ্বর (black fever) সংক্রমিত রোগের বাহক কে?
উত্তরঃ সিকা নামক মাছি।

Image

১২) প্রশ্নঃ মানুষের রক্তের রং লাল কেন?
উত্তরঃ রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে।

১৩) প্রশ্নঃ ব্লাড ক্যান্সারের আরেকটি নাম কি?
উত্তরঃ লিউকেমিয়া (Leukemia)।

১৪) প্রশ্নঃ সালোকসংশ্লেষের (photosynthesis) জন্য কি কি প্রয়োজন হয়?
উত্তরঃ সূর্যালোক, কার্বন-ডাই-অক্সাইড, জল এবং ক্লোরোফিল।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা একজন মহিলা তার স্বামী ও ছেলে উভয়কেই খাওয়ায়?
উত্তরঃ হাতের রান্না (বিভ্রান্ত করার জন্যে এমন প্রশ্ন করা হয়)।