বিশ্বকাপের ফাইনালে পরাজিত হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই ৫ ক্রিকেটার

প্রতিটি ক্রিকেটারের আইসিসি টুর্নামেন্ট জেতার একটি স্বপ্ন থাকে। তাই কখনো কখনো দুরন্ত পারফরম্যান্স করার পর ফাইনালে পৌঁছেও অপ্রত্যাশিতভাবে পরাজিত হতে হয়। ঠিক এমনই ৫ ক্রিকেটার রয়েছেন, যারা সেই বিষাদের মুহূর্তে থেকেও ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) শচীন টেন্ডুলকার:

Happy birthday Sachin: 10 times the master blaster won our hearts | Sports  News

২০০৩ বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই শচীন টেন্ডুলকার সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। এই টুর্নামেন্টের ১১টি ম্যাচে ৬১.১৮ ব্যাটিং গড় নিয়ে ৬৭৩ রান করেছিলেন, যার মধ্যে ছিল ১টি সেঞ্চুরি সহ ছটি হাফসেঞ্চুরি। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়েছিল ভারতীয় দল। সে যাই হোক, তবুও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘মাস্টার ব্লাস্টার’কে বেছে নেওয়া হয়।

২) কেন উইলিয়ামসন:

Champions Trophy: Kane Williamson wipes away the disappointment of the rain

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক দুরন্ত পারফরম্যান্স করে তার দলকে ফাইনালে তুলেছিলেন। তবে ফাইনাল ম্যাচে ইংল্যান্ড এর কাছে নাটকীয়ভাবে পরাস্ত হয়। এই টুর্নামেন্টের ৯টি ম্যাচে ৮২.৫৭ ব্যাটিং গড় নিয়ে ৫৭৮ রান করেছিলেন এবং অসাধারণ নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ‘ম্যান অফ দা সিরিজ’-র পুরস্কার পেয়েছিলেন।

৩) শাহিদ আফ্রিদি:

PakPassion.net - Pakistan Cricket Forum

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল পাকিস্তানি দল। তবে নির্ভীক ক্রিকেটার শাহিদ আফ্রিদি দুর্দান্ত পারফরম্যান্স করে ছিলেন। এই টুর্নামেন্টের ৭টি ম্যাচে ৯১ রান সহ ১২টি উইকেট নেন — এর ফলে তাকে “ম্যান অব দ্যা সিরিজ’-র পুরস্কার দেওয়া হয়।  

৪) তিলকরত্নে দিলশান:

How Tillakaratne Dilshan invented the 'Dilscoop'

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন তিলকরত্নে দিলশান। শ্রীলংকা দলকে ফাইনালে তোলার পিছনে তার যথেষ্ট অবদান ছিল। কিন্ত পাকিস্তানের কাছে পরাজিত হলেও তার পারফরমেন্সের জন্য ‘ম্যান অব দ্যা সিরিজ’ হন। তিনি ৭টি ম্যাচে ৫২.৮৩ ব্যাটিং গড় নিয়ে ৩১৭ রান করেছিলেন।

৫) বিরাট কোহলি:

World Cup T20, India vs Australia : Celebrities tweet to Virat Kohli's  genius

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল বিরাট কোহলির। এমনকি ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও পরাজিত হয়। তবে এই বিষাদের মুহূর্তে বিরাট কোহলিকে ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল। তিনি ৬টি ম্যাচে ১০৬.৩৩ ব্যাটিং গড় নিয়ে ৩১৯ রান করেছিলেন।