Connect with us

খবর

মাত্র ২৮ ঘন্টায় ১০ তলা বিল্ডিং তৈরি করে অসম্ভবকে সম্ভব করে দেখাল চীন

ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক কষতে গিয়ে শিখেছি, একতলা বাড়ি বানাতে যদি ২০ দিন সময় লাগে, তাহলে ১০ তলা বাড়ি বানাতে কত সময় লাগবে? নিশ্চয়ই আপনিও এই অঙ্ক কষে থাকবেন।

কিন্তু গণিতের সেই নিয়মকে পুরোপুরি নিয়মকে ‘ভুল’ প্রমাণ করে, মাত্র ১ দিনেই ১০ তলা বিল্ডিং বানিয়ে ফেলল চীন। হ্যাঁ ঠিকই শুনছেন..

চীনের চাঙসা শহরে মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যেই ১০ তলা বিল্ডিং তৈরি করেছে ব্রড গ্রুপ নামের একটি সংস্থা। কিন্তু এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব হলো এই গগনচুম্বী বিল্ডিং?

ওই সংস্থাটি জানিয়েছে, পরিকল্পনামাফিক বিল্ডিং এর পুরো কাঠামোটা আগে থেকেই তৈরি করা হয়েছিল। এবার অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা বিল্ডিংটি তৈরি হয়েছে। কাঠামোটা আগে থেকে তৈরি থাকাতে সময়ও বেঁচেছে। তাই একদিন এর মধ্যেই বাড়িটি তৈরি করা সম্ভব হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, এত দ্রুত সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত এবং এটি ভূমিকম্প প্রতিরোধী। এছাড়া বাড়িটির প্রতিটি অংশ অন্যত্র খুলেও নিয়ে যাওয়া যাবে।

দেখুন ভিডিওঃ 

Continue Reading
To Top