কোনও সন্তানই ডাকে না ‘বাবা’ বলে, চরম আক্ষেপ মিঠুনের! কারণ জানলে অবাক হবেন

Mithun Chakraborty’s Regret Story: মিঠুন চক্রবর্তী বলিউডের সেরা অভিনেতা এবং প্রথম সুপার ডান্সার (super dancer)। যিনি বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে অসংখ্য নাম কুড়িয়েছেন। কিন্তু তার ব্যক্তিগত জীবন অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। এই প্রতিবেদনে জানানো হয়েছে অভিনেতার একটি বেদনাদায়ক (painful) দিক।

গত চার দশক ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা মিঠুন চক্রবর্তীর ফ্যান ফলোইং নেহাত কম নয়। আজও তার ভক্তরা তাকে ‘মিঠুন দা’ (Mithun Da) বলেই ডাকে। তার স্ত্রীও একজন বলিউডের সুন্দরী অভিনেত্রী, যার নাম যোগিতা বালি (Yogita Bali)। বর্তমানে এই দম্পতির চার সন্তানের বাবা মা। 

Image

কিন্তু জানলে অবাক হবেন যে মিঠুনের সন্তানদের মধ্যে কেউ তাকে ‘পাপা’ বলে ডাকে না। তাই অভিনেতা তার সন্তানদের মুখ থেকে এই ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন। রিয়ালিটি শো ‘সুপার ডান্স চ্যাপ্টার ৩’-এ এই কথা জানিয়েছেন মিঠুন চক্রবর্তী নিজেই।

তার ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে মিঠুন বলেছিলেন, তার সন্তানরা তাকে কখনো পাপা বলে ডাকে না। এর পেছনের কারণ হলো তার প্রথম সন্তান মিমোহ যখন জন্মগ্রহণ করে, তখন সে চার বছর পর্যন্ত কথা বলতে পারেনি এবং যখন সে কথা বলা শুরু করে, তখন ‘মিঠুন’ বলেই প্রথম কথা বলে। 

অভিনেতা আরো বলেছেন, “আমি যখন মিমোর ডাক্তারকে বলেছিলাম যে সে শুধু মিঠুন বলেই ডাকে। তাই ডাক্তার বললেন, এটা তো খুব ভালো যে আপনি তাকে কথা বলতে অনুপ্রাণিত করেছেন। তারপর থেকে মিমোর ভাই-বোনেরাও তাকে ‘মিঠুন’ বলেই ডাকতে শুরু করে…।” 

মিঠুন চক্রবর্তী ১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিলেন। তবে তার আসল খাতি এসেছে ‘ডিস্কো ড্যান্সার’ ছবি থেকে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। হিন্দি সিনেমাকে ‘মর্দ’, ‘ফুল অর অঙ্গার’, ‘জল্লাদ’, ‘গুরু’,‘ঘর এক মন্দির’, ‘ওয়াতন কে রাখালে’, ‘চরো কি সৌগন্ধ’, ‘হামসে হে জামানা’, ‘বক্সার’, ‘পেয়ার ঝুকতা না’, ‘জং’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন।