২৩ ডিসেম্বর: জানেন অতীতে কী ঘটেছিল আজকের দিনে?

ভারতের ইতিহাসে প্রতিদিন খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই প্রতিদিনই কিছু বিশেষ ঘটনা ঘটেছে যা ইতিহাসে জায়গা পেয়েছে। আজ ২৩ ডিসেম্বর ২০২০, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন। 

১৮৮৩ সাল: বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর) আজকের দিনে পরলোকগমন করেন। 

১৮৯৪ সাল: আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পৌষ মেলার উদ্বোধন করেছিলেন।  

১৯২১ সাল: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয়েছিল। 

১৯২২ সাল: রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

১৯৩৭ সাল: বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আজকের দিকে পরলোকগমন করেন।  

১৯৬৮ সাল: দেশের প্রথম আবহাওয়া রকেট ‘মেনেকা’-র সফল উদ্বোধন হয়েছিল। 

১৯৯৭ সাল: ভারতে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী গঠিত হয়।  

২০০০ সাল: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সরকারীভাবে নামকরণ করা হয়েছিল। 

আজ জাতীয় কৃষক দিবস (চরণ সিংহের জন্মদিন উপলক্ষে এই দিবস পালিত হয়)। 

আজ আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস।