২২ ডিসেম্বর: জানেন অতীতে কী ঘটেছিল আজকের দিনে?

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

১৬৬৬ সাল: শিখদের দশম ও শেষ গুরু গুরু গোবিন্দ সিংহ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন।

১৮৮৭ সাল: আজ ২২ ডিসেম্বর জাতীয় গণিত দিবস। অঙ্কবিশারদ শ্রীনিবাস রামানুজ এর জন্মদিনকে গণিত দিবস হিসেবে পালন করা হয়।

১৮৫১ সাল: ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।

১৯৪২ সাল: আজকের এই দিনে কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।

১৯৫৩ সাল: শ্রী রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা দেবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।

১৯৫৮ সাল: ভারতের অন্যতম বিখ্যাত বিপ্লবী তারকনাথ দাস আজকের দিনে পরলোক গমন করেন।

দক্ষিণ অয়নান্ত দিবস: আজ ২২ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে রাত বড় ও দিন ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়।