জাতীয় সংগীতের সময় ক্রিকেটাররা বাচ্চাদের নিয়ে মাঠে নামেন কেন? ৯০% মানুষের অজানা

Cricket Fact: আপনারা নিশ্চয়ই দেখেছেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আয়োজন হলে ম্যাচ শুরুর ঠিক আগে দুই দলের খেলোয়াড়রা ছোট বাচ্চাদের হাত ধরে মাঠে নামেন। এরপর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। যদিও ফুটবল দিয়ে এমনটা প্রথম শুরু হয়েছিল। এখন অন্যান্য খেলাধুলাতেও এই দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এমনটা হয় কেন?

প্রথমত এই শিশুরা বেশিরভাগই অনাথ, সুবিধাবঞ্চিত অথবা গরীব। তাই এই শিশুদের জন্য এমনটা শুরু হয়েছে যাতে এনজিও সংস্থাগুলি কিছু অর্থ পায়। যারা তাদের সাহায্য করতে পারে এবং শিশুরাও এমন একটি জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়।

Image

দ্বিতীয় কারণ হল শিশুদের মন সবসময় পরিষ্কার এবং স্বচ্ছ, তাই এদের মনে কোন হিংসা থাকে না বা তারা মনে কিছু লুকিয়ে রাখে না। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের সাথে আসা শিশুদের অর্থ হল যে খেলোয়াড়দেরও উচিত শিশুসুলভ আচরণ করা, খেলার সময় সংঘর্ষ হলে, তা মনে না রেখে ভুলে যাওয়া এবং বন্ধুত্ব বজায় রাখা। 

খেলার মাঠে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো রাখতে হবে, তা বোঝানোর জন্যই জাতীয় সঙ্গীতের সময় শিশুদের সাথে করে আনা হয়। আপনি নিশ্চয়ই জানেন যে, শিশুদের মনে কোন হিংসা থাকে না বা ছলনা করতে পারেনা। সুতরাং এই শিশুরা খেলোয়াড়দের এই একই বার্তা দেয়। 

Image

এছাড়াও বলা হয় যে, শিশুরা কখনো প্রতারণা বা চিটিং করে না, তাই সঠিক নিয়ম মেনেই যেন খেলোয়াড়রা খেলে এবং খেলোয়াড়দের এও মনে করিয়ে দেওয়া হয় শিশুরা তাদের সবসময় দেখছে, তাই তারা যা যা করবে তাদের দেখে শিশুরাও শিখবে। আর খেলোয়াড়দের সাথে মাঠে আসা এই শিশুদের ‘এসকট অথবা ম্যাসকট চিলড্রেন’ বলা হয়।