একটি ওয়ানডে ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেছেন যে ৫ ক্রিকেটার

সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানেরা আরও অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন। বর্তমানে এমন কিছু খেলোয়াড় রয়েছেন যাদের কাছে ছক্কা হাঁকানোটা কোন ব্যাপারই না। যেকোনো মুহূর্তে বোলারদের গুঁড়িয়ে দেবার ক্ষমতা রাখেন তারা।

আজকের প্রতিবেদনে রয়েছে, একটি ওয়ানডে ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেছেন যে পাঁচ ক্রিকেটার; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) শেন ওয়াটসন: ১৫ ছক্কা

Shane Watson expects to fire in Australia vs Pakistan, ICC Cricket World Cup 2015 quarter-final - Cricket Country

২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে তান্ডব চালিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার শেন ওয়াটসন। মাত্র ৯৬ বলে ১৫টি ছক্কার সাহায্যে ১৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে ছিলেন। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

৪) ক্রিস গেইল: ১৬ ছক্কা

Fastest Century in T20 Internationals & IPL Cricket

২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। ১৪৭ বলে তিনি ১৬টি ছক্কার সাহায্যে ২১৫ রানের ইনিংস খেলেন। জানিয়ে রাখি, মারলন স্যামুয়েলসকে সাথে নিয়ে ৩৭২ রানের জুটি বেঁধে বিশ্বরেকর্ড গড়েছিলেন। 

৩) এবি ডি ভিলিয়ার্স: ১৬ ছক্কা

44 balls, 16 sixes, 149 runs

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ ওভার ব্যাট করতে নেমে ধ্বংসলীলা চালিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৪৪ বলে ১৬টি ছক্কার সাহায্যে ১৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। জানিয়ে রাখি, এই ম্যাচে তিনি ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি ও ১৬ বলে হাফসেঞ্চুরির রেকর্ড করেছিলেন।

২) রোহিত শর্মা: ১৬ ছক্কা

Looking back at Rohit Sharma's 209 against Australia in 2013

২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠেছিলেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। তার ব্যাট থেকে ১৬টি ছক্কার সাহায্যে প্রথম বার ডাবল সেঞ্চুরি আসে। এই ম্যাচে তিনি ১৫৮ বলে ২০৯ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন।

১) ইয়ন মরগ্যান: ১৭ ছক্কা

High grip, quick hands, fearless approach: why Eoin Morgan is so effective | Sport | The Times

২০১৯ বিশ্বকাপটা ইয়ন মরগ্যানের জন্য সত্যিই লাকি ছিল! বিশ্বকাপ জয় থেকে শুরু করে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড করেছেন তিনি। এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে তিনি ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৭১ বলে ১৭টি ছক্কার সাহায্যে ১৪৮ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন।