এদেশে একটিও হিন্দু নেই, কিন্তু জাতীয় পতাকায় মন্দিরের ছবি রয়েছে, জানেন দেশটির নাম?

হিন্দু নেই তবুও দেশটির জাতীয় পতাকার মন্দিরের ছবি রয়েছে

বিশ্বের প্রতিটি দেশে কম বেশি হিন্দুরা (Hindu) বসবাস করছেন। এছাড়া এমন অনেক দেশ রয়েছে যাদের জাতীয় প্রতীকে হিন্দু দেবদেবী, প্রতীক ও মন্দিরের ছবি দেখতে পাবেন। এই প্রতিবেদনে এমনই একটি দেশের কথা বলা হয়েছে যেখানে সরকারিভাবে একটিও হিন্দু বাস করে না, তবে এদেশের জাতীয় পতাকায় একটি মন্দিরের (Temple) সুন্দর ছবি হয়েছে।

আসলে যে দেশটির কথা বলা হয়েছে, তা হলো কম্বোডিয়া (Cambodia)। এটি বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় পতাকায় (National Flag) একটি মন্দিরের ছবি রয়েছে। জানিয়ে রাখি, এদেশের পতাকায় অনেক পরিবর্তন আনা হয়েছে কিন্তু এর উপর নির্মিত মন্দিরটি কখনো বদলানো হয়নি। বর্তমানে এদেশের জাতীয় পতাকা ১৯৮৯ সালে তৈরি করা হয়েছিল।

Image

কম্বোডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ার সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এদেশে ৯৩% বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে। বাকি ৭ শতাংশের মধ্যে রয়েছে খ্রিস্টান, মুসলিম, বাহাই, ইহুদি ধর্মের বিশ্বাসী মানুষ। অর্থাৎ সরকারিভাবে যদি দেখা যায়, এদেশের পরিসংখ্যানে হিন্দুদের কোন উল্লেখ নেই।

Image

কম্বোডিয়ার পতাকার মন্দিরের ছবি তৈরি হয়েছিল ১৮৭৫ সালে। সেই থেকে একাধিকবার এই দেশের জাতীয় পতাকার পরিবর্তন আনা হলেও মন্দিরের ছবিটি কিন্তু রয়েছে। আসলে পতাকায় থাকা মন্দিরটি হল সে দেশের আঙ্কোরভাট (Angkor Wat) মন্দির। এই মন্দিরটি ১২ শতকে মহিধরপুরার রাজারা তৈরি করেছিলেন।

আঙ্কোরভাট মন্দিরটি তার অনন্য কারুকার্যের জন্য বিখ্যাত। ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এই মন্দিরে পাঁচটি মিনার রয়েছে। তবে পতাকায় মাত্র তিনটি মিনার দেখানো হয়েছে। এই মন্দিরের মহিমা এতটাই যে এটিকে গিনেস বুকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।

Image

ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা এই মন্দিরটি মূলত একটি হিন্দু মন্দির, যা রাজা দ্বিতীয় সূর্যবর্মন দ্বারা নির্মিত হয়েছিল। যাইহোক পরের ধীরে ধীরে এই মন্দিরটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয় এবং তারপর একটি হিন্দু-বৌদ্ধ মন্দির নামে পরিচিত লাভ করে।