প্রশ্ন : কোন জিনিস ভাঙলে প্রচুর সম্মান পাওয়া যায়?

ভাঙচুর করেও প্রচুর সম্মান পাওয়া যায় সেটা কী?

General Knowledge Quiz : ইন্টারভিউ দেওয়ার আগে অনেক প্রার্থীর মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। আসলে যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা তা যাচাই করার জন্য কখনো কখনো এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে তারা ঘাবড়ে যান। এই প্রতিবেদনে ইন্টারভিউতে করা কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন হাজির করা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন সাল থেকে প্রথম ওয়াই-ফাই ব্যবহার করা শুরু হয়?
উত্তরঃ ১৯৯৮ সাল।

২) প্রশ্নঃ কোন প্রাণীর পেটে দাঁত থাকে?
উত্তরঃ কাঁকড়ার পেটে দাঁত থাকে।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে বন জঙ্গল দেখতে পাওয়া যায়?
উত্তরঃ মধ্যপ্রদেশ রাজ্যে।

৪) প্রশ্নঃ ভারতের সবথেকে পরিষ্কার জলের নদী কোথায় অবস্থিত?
উত্তরঃ মেঘালয় রাজ্যের জয়ন্তিয়া এবং খাসি পাহাড়ের মাঝে অবস্থিত উমনগট নদী, যার জল এতটাই পরিষ্কার যে উপর থেকে তলদেশের নুড়ি-পাথর পর্যন্ত দেখা যায়।

৫) প্রশ্নঃ মানুষের কোন অঙ্গকে পাওয়ার হাউস বলা হয়?
উত্তরঃ মস্তিষ্ককে।

৬) প্রশ্নঃ কালো পতাকাকে কিসের প্রতীক হিসেবে মানা হয়?
উত্তরঃ সাধারণভাবে কালো পতাকাকে শোকের প্রতীক হিসেবে মনে হয়।

৭) প্রশ্নঃ কোন দেশের প্রত্যেক পুরুষকে দুটি বিবাহ করা বাধ্যতামূলক?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের ইরিত্রিয়া দেশের প্রত্যেক পুরুষকে দুটি বিবাহ করা বাধ্যতামূলক।

৮) প্রশ্নঃ কোন দেশে গোলাপি রঙের হীরা পাওয়া যায়?
উত্তরঃ রাশিয়া দেশে।

৯) প্রশ্নঃ কোন দেশের বাজারে বউ বিক্রি হয়?
উত্তরঃ বুলগেরিয়া দেশের বাজারে বউ বিক্রি হয়।

Image

১০) প্রশ্নঃ একটি সিগারেট খেলে জীবনের কতটা আয়ু কমে যায়?
উত্তরঃ একটি সিগারেট জীবনের প্রায় ১১ মিনিট আয়ু কমিয়ে দেয়।

১১) প্রশ্নঃ কোন দেশে সবথেকে সস্তায় সোনা পাওয়া যায়?
উত্তরঃ হংকং দেশে।

১২) প্রশ্নঃ কোন বাঙালি মহিলা প্রথম এভারেস্ট জয় করেন?
উত্তরঃ শিপ্রা মজুমদার।

১৩) প্রশ্নঃ কোন দেশের মেয়েরা দিনের মধ্যে প্রায় ৩০ বার নিজেদের গালে থাপ্পর মারে?
উত্তরঃ মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কোরিয়া দেশের মেয়েরা ৩০ বার ‘স্লাপ থেরাপি’ নিয়ে থাকে।

১৪) প্রশ্নঃ ভারতের সবথেকে পরিষ্কারতম শহরটির নাম কি?
উত্তরঃ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ইন্দোর শহরটি হল ভারতের সবথেকে পরিষ্কার শহর।

১৫) প্রশ্নঃ কোন জিনিস ভাঙলে প্রচুর সম্মান পাওয়া যায়?
উত্তরঃ বিশ্বরেকর্ড ভাঙলে প্রচুর সম্মান পাওয়া যায়।