ভারতের একমাত্র ‘পুরুষ নদী’, যেখানে অন্য ধর্মের লোকেরাও পূজা দিতে আসেন! জেনে নিন এর রহস্য

জানেন ভারতবর্ষের মধ্যে একমাত্র ‘পুরুষ নদী’ কোনটি

হিন্দু ধর্মাবলম্বী লোকেরা নদী থেকে শুরু করে পশু-পাখি, পাহাড়-পর্বত, গাছপালা সবকিছুকেই পূজা করে। এর অর্থ প্রকৃতিকে অত্যন্ত গুরুত্ব ও সম্মান দেওয়া হয়। ভারত নদী মাতৃক দেশ। তাই ভারতীয় সংস্কৃতিকে নদীকে দেবী রূপে পূজা করা হয়। যেভাবে আমরা গঙ্গা থেকে শুরু করে সরস্বতী প্রত্যেক নদীকেই দেবীরূপে পূজা করি।

আমরা নদীকে তো দেবীরূপে পূজা করি, কিন্তু কখনো শুনেছেন যে এমন একটি নদী রয়েছে যাকে দেব-রূপে পূজা করা হয়? হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। আমাদের ভারতবর্ষে এমন একটি নদী রয়েছে যা কিনা ‘পুরুষ নদী’। এর নাম ব্রহ্মপুত্র। তবে এটি নদী নয়, এই নামের সাথেই যুক্ত রয়েছে নদ। এই প্রতিবেদনে কেন এই নদী পুরুষ বা কী তার রহস্য, সেই সম্পর্কে বলা হয়েছে!

ভারতের মধ্যে একমাত্র পুরুষ নদী হলো ব্রহ্মপুত্র নদ। যাকে ভগবান ব্রহ্মার পুত্র বলা হয়। এই নদ হিন্দুদের কাছে যেমন পবিত্র, তেমনি বৌদ্ধ-জৈন ধর্মের লোকেরাও সমানভাবে পূজা করেন। বৌদ্ধরা বিশ্বাস করেন যে, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে চ্যাং থাং মালভূমির এক বিশাল হ্রদ থেকে।

আর এদিকে সনাতন ধর্মের লোকেরা বিশ্বাস করেন, ব্রহ্মপুত্র নদ হল ব্রহ্মা এবং অমোঘ ঋষির পুত্র, তাই এই কারণেই এই নদীর গুরুত্ব হিন্দুধর্মে এত বেশি। আসলে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের উত্তরে তিব্বতের মানস সরোবরের হ্রদের কাছ থেকে।

Image

তবে এই নদটি যে শুধু ভারতের কিছু জায়গায় সীমাবদ্ধ নয় অরুণাচল প্রদেশ রাজ্যে প্রবেশের পর নদটি উপত্যকায় প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদ এবং ভারতের এই নদের দৈর্ঘ্য প্রায় ২৭০০ কিলোমিটার। এমনকি এটি ভারতের সবচেয়ে প্রশস্ত নদী হিসেবেও পরিচিত।

Image

হিন্দুধর্ম অনুসারে, ব্রহ্মপুত্র নদকে ঐশ্বরিক এবং অলৌকিক বলে মনে করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, সকল ভক্তদের ব্রহ্মপুত্র নদীতে স্নান করা উচিত। এতে ব্যক্তির উপকার তো হয়ই, এমনকি ব্রহ্মদোষ হয় না। এছাড়া অনেক শারীরিক সমস্যাও দূর হয়ে যায়।