IND vs NED: ভুবনেশ্বর কুমার ইতিহাস তৈরি করে প্রথম ভারতীয় বোলার হলেন

IND vs NED: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারতীয় দল। এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল ২ উইকেটে ১৭৯ রান করে। জবাবে নেদারল্যান্ড ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান তুলতে সক্ষম হয়। 

ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি হাফসেঞ্চুরি করেছেন। একই সঙ্গে বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, আরশদীপ সিংহ এবং রবি আশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন।

ভুবনেশ্বর কুমার কেবল দুটি উইকেটটি নেননি, অসাধারণ ইকোমিও রেখেছেন। তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন শুধু তাই নয় এরমধ্যে দুই ওভার মেডেনও নিয়েছেন। এভাবেই বিশেষ কীর্তি অর্জন করলেন ভুবনেশ্বর কুমার।

ভুবনেশ্বর কুমার তার প্রথম দুই ওভারে কোনও রান দেননি। এভাবেই ভূবি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ওভার মেডেন বোলিং করা চতুর্থ বোলার হলেন এবং ভারতীয় হিসেবে প্রথম। এর আগে গ্রায়েম সোয়ান, নুয়ান কুলাসেকারা এবং রঙ্গনা হেরাথ এই কীর্তি অর্জন করেছিলেন। 

□ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ওভার মেডেন:
১) গ্রায়েম সোয়ান, আফগানিস্তান (২০১২)
২) নুয়ান কুলাসেকারা, নেদারল্যান্ডস (২০১৪)
৩) রঙ্গনা হেরাথ, নিউজিল্যান্ড (২০১৪)
৪) ভুবনেশ্বর কুমার, নেদারল্যান্ডস (২০২২)

শুধু তাই নয়, ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টিতে সর্বাধিক মেডেন ওভার বোলিং করার ক্ষেত্রে জাসপ্রিত বুমরাহর রেকর্ড ছুয়েছেন। ভুবনেশ্বর ও বুমরাহ উভয়েই এখন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি মেডেন বোলিং করা বোলার।

□ টি-টোয়েন্টিতে সর্বাধিক মেডেন ওভার:
১) জাসপ্রিত বুমরাহ: ৯ ওভার
২) ভুবনেশ্বর কুমার: ৯ ওভার
৩) নুয়ান কুলাসেকারা: ৬ ওভার
৪) মুস্তাফিজুর রহমান: ৬ ওভার

এছাড়াও ভুবনেশ্বর কুমার প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১০০০টি বল করেছেন। টিম সাউথির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করেছেন তিনি। এদিকে জাসপ্রিত বুমরাহ হলেন দ্বিতীয় ভারতীয় বোলার যিনি পাওয়ার প্লেতে ৫০০+ বল করেছেন।