GK কুইজ : জানেন সিংহের আগে কোন প্রাণীটি জঙ্গলের রাজা ছিল?

সিংহের আগে জঙ্গলের রাজা কে ছিল?

General Knowledge Quiz: সাধারণ জ্ঞানের বিভিন্ন কুইজ ও ধাঁধা সবসময় মস্তিষ্কের অনুশীলনে দারুন কার্যকরী হয়ে থাকে। এমনকি এগুলি মানসিক চাপ কমাতেও সাহায্য করে। সাধারণ জ্ঞান থাকা কমবেশি সকলের জন্য জরুরী। এটি এমন একটি বিষয় যা বিশ্বের বিভিন্ন তথ্য সম্পর্কে জানান দেয়। এবার এমনই কিছু প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক।

১) প্রশ্নঃ ভারতের কোন জায়গায় সবচাইতে বেশি ঠান্ডা পড়ে?
উত্তরঃ লেহ তে।

২) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মূলধনের রাজধানী বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।

৩) প্রশ্নঃ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ তক্ষশীলা বিশ্ববিদ্যালয়।

৪) প্রশ্নঃ বিশ্বের প্রথম কোন দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছিল?
উত্তরঃ রাশিয়া।

৫) প্রশ্নঃ এমন কি জিনিস যার অনেক কথা আছে কিন্তু কথা বলে না?
উত্তরঃ বই এমন একটি জিনিস যার অনেক শব্দ আছে কিন্তু কথা বলে না।

৬) প্রশ্নঃ গুপ্তদের রাজত্বকালে ভারতে আশা চীনা পর্যটক এর নাম কি ছিল
উত্তরঃ ফাহিয়েন।

৭) প্রশ্নঃ হিমালয় একটি কোন ধরনের পর্বত শ্রেণী?
উত্তরঃ ভঙ্গিল পর্বতশ্রেণী।

৮) প্রশ্নঃ জজ (বিচারক) শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ ল্যাটিন ভাষা।

৯) প্রশ্নঃ সর্বজনীন দ্রাবক কাকে বলে?
উত্তরঃ জলকে।

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশ থেকে ভারত সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে?
উত্তরঃ ভারত রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল কেনে।

১১) প্রশ্নঃ ভারতের সবচেয়ে কোন ফলটি বেশি খাওয়া হয়?
উত্তরঃ কলা।

১২) প্রশ্নঃ প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন?
উত্তরঃ রিতা ফারিয়া (Reita Faria), ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড এর খেতাব জিতেছিলেন?

১৩) প্রশ্নঃ কোন দেশে একটিও নিউজ চ্যানেল নেই?
উত্তরঃ ভ্যাটিকান সিটিতে।

১৪) প্রশ্নঃ দেবতাদের লিপি বলা হয় এমন লিপির নাম কি?
উত্তরঃ দেবনাগরী লিপি।

১৫) প্রশ্নঃ জানেন সিংহের আগে কোন প্রাণীটি জঙ্গলের রাজা ছিল?
উত্তরঃ হাতিকে আগে জঙ্গলের রাজা বলা হত।