GK কুইজ : গান্ধীজীর আগে ভারতীয় টাকার নোটে কীসের ছবি ছিল?

ভারতীয় নোটে গান্ধীজীর আগে কীসের ছবি ছিল?

General Knowledge Quiz : চাকরির লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের মধ্যে ইন্টারভিউতে হাজির হওয়ার জন্য একটা নার্ভাসনেস কাজ করে। কারণ এই সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তবে লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি কমন থাকে। তাই এই প্রতিবেদনে তেমনই কিছু অজানা তথ্য তুলে ধরা হলো।

১) প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম রঙ কোনটি?
উত্তরঃ গবেষকদের মতে, প্রাচীনতম রঙ হল গোলাপী। কারণ ১.১ বিলিয়ন বছরের পুরনো পাথর খুঁড়ে এর ভিতর গোলাপি রঙের সন্ধান পাওয়া যায়।

২) প্রশ্নঃ দীঘার সমুদ্রের নাম কী?
উত্তরঃ দীঘার সমুদ্রের নাম বঙ্গোপসাগর (Bay of Bengal)। এই পর্যটন কেন্দ্রটি বঙ্গোপসাগরের তীরে পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের কাছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।

৩) প্রশ্নঃ পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে নিজস্ব কোন সেনাবাহিনী নেই?
উত্তরঃ আইসল্যান্ড (Iceland) দেশের কোন নিজস্ব সেনাবাহিনী নেই।

৪) প্রশ্নঃ পৃথিবীর কোন হ্রদের জল ১২ বছর মিষ্টি এবং ১২ বছর নোনতা থাকে?
উত্তরঃ তিব্বতে আরুৎসি (Arutsi) নামক একটি হ্রদে এমনই কিছু লক্ষ্য করা যায়।

৫) প্রশ্নঃ এখনও পর্যন্ত কতজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ ১৯১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ জন ভারতীয় নোবেল পুরস্কার (Nobel Prize) পেয়েছেন।

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের নাম আগে কী রাখা হয়েছিল?
উত্তরঃ বঙ্গ।

৭) প্রশ্নঃ কোন রোগে মানুষ ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে? 
উত্তরঃ ঘুমের মধ্যে হঠাৎ একপ্রকার স্নায়বিক ব্যাধি। চিকিৎসা বিজ্ঞানে এই অসুখের নাম সোমনাম্বুলিজম (Somnambulism)।

Image

৮) প্রশ্নঃ কোন প্রাণীর নাক থাকা সত্ত্বেও পা দিয়ে নিঃশ্বাস নেয়?
উত্তরঃ শামুক।

৯) প্রশ্নঃ কোথাকার মানুষ চার হাত-পায়ে হামাগুড়ি দিয়ে চলে? 
উত্তরঃ তুরস্কে (Turkey) বাস করা উলাস পরিবারের সকলেই সদস্য চার হাত-পায়ে হামাগুড়ি দিয়ে চলে।

Image

১০) প্রশ্নঃ গান্ধীজীর আগে ভারতীয় টাকার নোটে কীসের ছবি ছিল?
উত্তরঃ গান্ধীজীর (Gandhiji) আগে ভারতীয় টাকার নোটে অশোক স্তম্ভের (Ashoka Pillar) ছবি ছিল। ১৯৬৯ সাল থেকে ভারতীয় মুদ্রায় গান্ধীর ছবি ছাপা হয়।