অসাধারণ স্ট্রেট ড্রাইভ! বিশাল ছক্কা হাঁকালেন বিরাট কোহলি

সিরিজের ৩য় ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কা ভারতকে ব্যাট করতে পাঠালে দুই ওপেনার শিখর ধাওয়ান এবং কে এল রাহুল দুর্দান্ত পারফর্ম করেন। দুজনেই অসাধারণ অর্ধশত রান করে আউট হন। আজকের ম্যাচে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য অধিনায়ক বিরাট কোহলি ৬ নম্বরে ব্যাট করতে নামেন।

Image

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে, অসাধারণ কিছু শট কোহলির ব্যাট থেকে দেখা গিয়েছে। যদিও দুর্ভাগ্যবশত, রান আউট হয়ে যান মাত্র ১৭ বলে ২৬ রান করে। ১৭ অভারে বল করতেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ওই ওভারের প্রথম বলেই, অসাধারণ স্ট্রেট ড্রাইভ করে বিশাল একটি ছক্কা হাঁকান কিং কোহলি। তখন তিনি ১৮* রানে ব্যাট করছিলেন এবং ভারতের রান গিয়ে দাঁড়ায় ১৫০ রান।

কোহলির এই ছক্কাটি ভারতীয় ইনিংসের সেরা মুহূর্ত ছিল। সকল দর্শকেরা আনন্দে ফেটে পড়ে। এর পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন নি। তাড়াহুড়ো করে দুই রান নিতে গিয়ে রান আউট (২৬) হয়ে যান। তার এই ইনিংসে সাজানো ছিল একটি ছক্কা এবং দুটি চার। শেষ পর্যন্ত মণীশ পাণ্ডে (৩১) এবং শারদুল ঠাকুরের (২২) ঝোড়ো ব্যাটিংয়ে ভারত ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে ২০ ওভারে।

দেখুন বিরাট কোহলির অসাধারণ স্ট্রেট ড্রাইভ: