রাত হলেই এভারেস্ট থেকে আসছে রহস্যময় আওয়াজ, জানতে পেরে চমকে গেলেন বিজ্ঞানীরা

Mount Everest: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে হাজারো গল্প শুনে থাকবেন। কিন্তু জানেন কি এই তুষারমাখা শৃঙ্গগুলো রাতে ডাক দেয়। ভীতিকর শব্দ করে। শব্দটি এতটাই জোরে এবং ভয়ঙ্কর যে শত শত কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ডেভ হ্যান (Dave Hahn) যিনি ১৫ বার এভারেস্টের চূড়া জয় করেছেন, তিনিই প্রথম বলেছিলেন যে রাতে সেখানে একটি অদ্ভুত শব্দ শোনা যায়। তবে প্রথমবারের মতো এর কারণ খুঁজে বের করার দাবি করেছেন বিজ্ঞানীরা (scientist)। যা জানলে আপনিও অবাক হবেন।

রাতের বেলায় মাউন্ট এভারেস্টে এক অদ্ভুত ও রহস্যময় আওয়াজ শুনতে পাওয়া যায়। যদিও দীর্ঘদিন ধরে সেই রহস্য উদঘাটনের চেষ্টা করা হয়েছিল। এবার একদল হিমবাহ বিজ্ঞানী (Glaciologists) সে আওয়াজের উৎস খুঁজে পেয়েছেন। এবার তার জনসম্মুখে এসেছে। বিজ্ঞানী পোডলস্কি মাউন্ট এভারেস্ট থেকে আসা এই রহস্যময় আওয়াজের ব্যাখ্যা দিয়েছেন।

বিজ্ঞানী পোডলস্কির (Podolsky) নেতৃত্বে একদল গবেষক সেই রহস্যউদঘাটনের জন্য প্রায় এক সপ্তাহ ধরে নেপালের দিকে থাকা হিমালয়ে ট্রেক করেন। এই অঞ্চলের হিমবাহের পরিস্থিতি যাচাই করতে গিয়েছিলেন তারা। সেখানে তারা প্রায় এক মাসের কাছাকাছি থাকেন। হিমবাহের গভীরে কম্পন মতে সেন্সর বসান।

ভূমিকম্পের তীব্রতা মাপতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, এই ক্ষেত্রেও সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। প্রায় মাস খানেক ওই হিমবাহের উপরে কাটানো পর ওই গবেষকের দল নিচে নেমে আসে। পোডলস্কি জানিয়েছেন হিমবাহ থেকে নিচে নেমে আসার সময় ওই কম্পনের তথ্য পরীক্ষা করেন।

Image

তখন তারা দেখেন রাতে মাউন্ট এভারেস্টে যে রহস্যময় আওয়াজ তৈরি হয়, তার সঙ্গে অত্যাধিক ঠান্ডার একটি সম্পর্ক রয়েছে। আসলে, রাতে তাপমাত্রা অত্যাধিক নেমে যাওয়ার কারণে বরফে ফাটল ধরতে শুরু করে। সেই কারণেই এরকম অদ্ভুত ও রহস্যময় আওয়াজ শোনা যায় বলে দাবি করেছেন ওই গবেষকের দল।