অরিজিৎকে টেক্কা দিয়েছিলেন, বলিউডে পাত্তা না পেয়ে এই বাঙালি গায়িকা কোথায় হারিয়ে গেলেন?

Arpita Mukherjee: অরিজিৎ সিং-এর গান মানেই সেনসেশন। আজকাল অরিজিতের গান মানেই সুপার হিট। তখন ২০০৫ সাল, সঙ্গীত জগতের নতুন প্রতিভাদের সবার মাঝে তুলে ধরার জন্য শুরু হয়েছিল ‘ফেম গুরুকুল’ আর ওই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন দেশের যুবক-যুবতীরা। তাঁদের মধ্যেই একজন ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। অরিজি‍ৎকে টেক্কা দিয়েছিলেন! কিন্তু বলিউডে সফল হতে পারলেন না এই বাঙালি গায়িকা, কোথায় গেলে তিনি?  

Image

শুরু থেকেই গায়িকা নিজের ঢঙে দেশের সকলের মনে যায়গা করে নিয়েছিলেন। ধীরে ধীরে দর্শকদেরও প্রিয় হয়ে উঠেন তিনি। সেই রিয়্যালিটি শোয়েই অরিজিৎ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন তিনি। এখন কথা হচ্ছে অরিজি‍ৎকে টেক্কা দিলেও! বলিউডে সফল হতে পারলেন না কেন গায়িকা, এখন তিনি কী বা কোথায় আছেন এবং কী করছেন।

তবে শেষমেশ বহু চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তীরে এসে তরী ডোবে। চূড়ান্ত পর্বের আগেই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান তিনি। সেরার সেরা শিরোপা ওঠে রূপরেখা বন্দ্যোপাধ্যায় এবং কাজী তৌকিরের মাথায়। 
‘ফেম গুরুকুল’ এ অরিজিৎকে টেক্কা দিলেও বলিউডে কিন্ত তার মতো ছাপ ফেলতে পারেন নি। বলিউডে বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন কিন্ত শ্রোতাদের মধ্যে সে ভাবে সাড়া ফেলতেও পারেননি অর্পিতা।   

Image

বর্তমানে অর্পিতার নিজস্ব একটি ইউটিউবই চ্যানেল আছে এবং সেখানে তিনি নিয়মিতভাবে ভিডিও দিয়ে থাকেন। বর্তমানে ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। রিয়্যালিটি শোয়ের সেট থেকে অনুরাগীদের সঙ্গে ছবি ভাগ করে নেন। তিনি একজন এয়ার ফোর্স অফিসারের মেয়ে, এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন।  

Image

যদিও ‘ফেম গুরুকুল’-এর পরেই তিনি ‘সারেগামাপা গোল্ডেন ভয়েস হান্ট’-এ অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে জয়ীও হয়েছিলেন। বর্তমানে তিনি একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন। এ ছাড়া একাধিক অ্যালবামও রয়েছে তাঁর। ইউনিভার্সাল মিউজিকের ‘ইয়ারিয়ান’ অ্যালবাম থেকে তার গান এবং মিউজিক ভিডিও ‘পালকন কে পিছে সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছিল।