ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন কাজ যা মানুষ মৃত্যুর পরেও করতে পারে?

Interview Questions: দেশের সবচেয়ে বড় পরীক্ষা হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা (UPSC Civil Service Exam), এর জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। সাধারণ জ্ঞান থেকে অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, সমাজ ব্যবস্থা, খেলাধুলা এবং বিজ্ঞানের জগত থেকে প্রশ্ন করা হয়। এইসব বিষয় থেকে বিভিন্ন প্রশ্ন লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ পর্বেও জিজ্ঞাসা করা হয়।

১) প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে কোন দেশে?
উত্তর: সারা বিশ্বের দেশগুলির মধ্যে ভারতে সর্বাধিক সংখ্যক পোস্ট অফিস রয়েছে। ভারতে পোস্ট অফিসের সংখ্যা ১,৫৫,৬১৮টি।

২) প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?
উত্তর: দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৩) প্রশ্ন: এখনো পর্যন্ত কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে?
উত্তর: আমেরিকা।

৪) প্রশ্ন: কেন আইনজীবীরা শুধু কালো কোট পরেন?
উত্তর: কালো কোট পরলে উকিলের তাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। কালো রঙ অন্ধত্বের প্রতীক, তাই আইন “অন্ধ কানুন” বলে বিবেচিত।

৫) প্রশ্ন: বিশ্বের কোন দেশে মশা নেই?
উত্তর: আইসল্যান্ডে একটিও মশা পাবেন না।

৬) প্রশ্ন: কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?
উত্তর: ১৯৩০ সাল।

৭) প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি?
উত্তর: জ্যোতিরিন্দ্র বসু।

৮) প্রশ্ন: বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন বি-১২। 

৯) প্রশ্ন: কোন ক্রিকেটার ‘হরিয়ানা হারিকেন’ নামে পরিচিত?
উত্তর: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের নাম রাখা হয়েছে হরিয়ানা হারিকেন। তিনি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন।

১০) প্রশ্ন: “Forge your Future” বইটি কার লেখা?
উত্তর: ডক্টর এপিজে আবদুল কালাম।

১১) প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করেছিলেন? 
উত্তর: উধাম সিং। 

১২) প্রশ্ন: ‘ভূমধ্যসাগরের চাবি’ কাকে বলা হয় ?
উত্তর: জিব্রাল্টার প্রণালী। 

১৩) প্রশ্ন: রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স কত?
উত্তর: ভারতে রাষ্ট্রপতি হওয়ার সর্বোচ্চ বয়স নেই তবে সর্বনিম্ন বয়স ৩৫ বছর।

১৪) প্রশ্ন: পঞ্চমবেদ কাকে বলা হয়?
উত্তর: মহাভারত। 

১৫) প্রশ্ন: এমন কোন কাজ যা মানুষ মৃত্যুর পরেও করতে পারে?
উত্তর: অঙ্গদান করা।