GK : এমন কোন জিনিস যা শুধুমাত্র ভেঙ্গে গেলেই কাজে আসে? উত্তর দিলেই আপনি জিনিয়াস

শুধুমাত্র ভেঙে গেলেই কাজে আসে এমন কোন জিনিস?

General Knowledge Quiz : প্রতিটা ছাত্রের স্বপ্ন থাকে বড় পদে চাকরি করার তাই তাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হয়। এই সময় কিছু ছাত্র পরীক্ষায় পাশ করলেও তাদের ক্ষেত্রে ইন্টারভিউ ক্লিয়ার করাও বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কারণ এই সময় তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং ইন্টারভিউতে ব্যর্থ হয়।

আসলে ইন্টারভিউতে যে জিনিসটি সবচেয়ে প্রয়োজন তা হল আত্মবিশ্বাস। এই সময় যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন অনেক প্রশ্ন করেন যেগুলি সিলেবাসের বাইরে থাকে বা এর উত্তর কোন বইতে থাকে না। যা শুধুমাত্র জীবনের উপলব্ধি দিয়েই দিতে হয়। তবে এই ধরনের প্রশ্নগুলি শুনে যতটা কঠিন মনে হয় তার উত্তর ততটাই সহজ। এমনই কিছু প্রশ্নের উত্তর এবার দেখে নেওয়া যাক।

১) প্রশ্নঃ আপনি কি জানেন দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ভারতের রাজধানী দিল্লি অবস্থিত হলো যমুনা নদীর তীরে।

২) প্রশ্নঃ কোন প্রাণী জন্মের পর টানা দুই মাস ঘুমায়?
উত্তরঃ আসলে, ভাল্লুকের বাচ্চা জন্মানোর পর টানা দুমাস ঘুমিয়ে কাটায়।

৩) প্রশ্নঃ জানেন মাছের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ হাঙ্গর কে মাছে রাজা বলা হয়।

৪) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয় হল ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।

৫) প্রশ্নঃ জানেন ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ রাজীব গান্ধী ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

৬) প্রশ্নঃ জানেন পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ আসলে সংস্কৃত হল পৃথিবীর প্রাচীনতম ভাষা।

Image

৭) প্রশ্নঃ মানুষের এমন কোন অঙ্গ যা সবসময় ভিজে থাকে?
উত্তরঃ মানুষের জিহ্বা সবসময় ভিজে থাকে।

৮) প্রশ্নঃ এমন কোন জিনিস যা দিনে থাকে কিন্তু রাতে থাকে না?
উত্তরঃ এখানে সূর্যের কথা বলা হয়েছে।

৯) প্রশ্নঃ কোন ধর্মের নাম উল্টো করে লিখলে বা পড়লে একই হয়?
উত্তরঃ ইসাই ধর্ম (খ্রিস্টান ধর্ম)।

Image

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস যা শুধুমাত্র ভেঙ্গে গেলেই কাজে আসে?
উত্তরঃ এখানে উত্তরটি হবে নারকেল। শুধুমাত্র নারকেল ভেঙেই আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ডিম, টাকা জমানানোর ভাঁড় ইত্যাদিও হতে পারে।