কুইজ : এমন কোন খাবার যা খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয়?

কোন খাবার খাওয়ার আগে সকলেই গান গেয়ে ওঠে?

General Knowledge Quiz : বিভিন্ন চাকরির পরীক্ষাগুলির ইন্টারভিউ চলাকালীন কখনো কখনো এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে প্রার্থীরা ঘাবড়ে যায়। কিন্তু এই ধরনের প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। তবে আপনিও যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে সহজেই উত্তর দিতে পারবেন। এবার দেখে তেমনই কিছু প্রশ্নের উত্তর।

১) প্রশ্নঃ এমন কোন জিনিস যা ঈশ্বরের অর্ধেক আর মানুষের অর্ধেক তৈরি?
উত্তরঃ ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। আসলে প্রাণী ঈশ্বরের সৃষ্টি আর গাড়ি মানুষের সৃষ্টি।

২) প্রশ্নঃ বলুন তো গৌতম বুদ্ধের ছোটবেলায় নাম কি ছিল?
উত্তরঃ গৌতম বুদ্ধের ছেলেবেলায় নাম ছিল সিদ্ধার্থ।

৩) প্রশ্নঃ কলকাতার পুলিশের সাদা ইউনিফর্ম কোন আমল থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ ব্রিটিশ আমল থেকেই কলকাতার পুলিশদের ইউনিফর্ম সাদা।

৪) প্রশ্নঃ কোন প্রাণী দুধের মধ্য থেকে জল আলাদা করতে পারে?
উত্তরঃ আসলে রাজহাঁস এমনই এক প্রাণী যে দুধের মধ্যে থেকে জল আলাদা করতে পারে।

৫) প্রশ্নঃ সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ স্ট্যাচু অফ ইউনিটি নর্মদা নদীর তীরে অবস্থিত।

৬) প্রশ্নঃ কোন প্রাণীকে করোনাভাইরাস আক্রান্ত করতে পারে না?
উত্তরঃ একমাত্র ইদুরকে করোনাভাইরাস আক্রান্ত করতে পারে না।

৭) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ পান করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে?
উত্তরঃ সিংহীর দুধ পান করলে মানুষ মারা যেতে পারে।

৮) প্রশ্নঃ সর্বপ্রথম কোন দেশ ড্রোনের সাহায্যে জিনিসপত্র ডেলিভারি করা শুরু করে?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন নদীতে লাল রঙের জল প্রবাহিত হয়?
উত্তরঃ দক্ষিণ আমেরিকার পেরুর কাসকো শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে লাল নদী পার রেড রিভার।

Image

১০) প্রশ্নঃ এমন কোন খাবার যা খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয়?
উত্তরঃ আসলে, জন্মদিনের কেকের কথা বলা হয়েছে। জন্মদিনে কেক কাটার আগে সকলেই ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গানটা গেয়ে ওঠে।