মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম যাকে উল্টে লিখলেও একই হবে?

উল্টে লিখলেও একই দেখাবে কোন অঙ্গের নাম?

General Knowledge Quiz : মেধাবী ছাত্র-ছাত্রীরা যখন লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ এর জন্য আসেন, তখন তাদের এমন কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়, যার উত্তর বইতে থাকে না। আসলে তাদের বুদ্ধির যাচাইয়ের জন্যই এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

২) প্রশ্নঃ ভারত-বাংলাদেশ ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা বাংলা?
উত্তরঃ আফ্রিকার দেশ সিয়েরা লিওন।

৩) প্রশ্নঃ বলিউড কমেডি অভিনেতা গোবিন্দার আসল নাম কী জানেন?
উত্তরঃ অর্জুন আহুজা।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সমাধিস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ শান্তিবন, এটি যমুনার নদীর পশ্চিমে ও রাজঘাটের উত্তর অবস্থিত।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে কোন সরকারি নিয়ম নেই?
উত্তরঃ বেলজিয়াম দেশে।

৬) প্রশ্নঃ ভারতের কোন শহরে সবার প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?
উত্তরঃ কলকাতা শহরে।

৭) প্রশ্নঃ রক্তদানের পর সেই রক্ত পুনরায় তৈরি হতে কতক্ষণ সময় লাগে?
উত্তরঃ ৪৮ ঘন্টা।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ভাই বোনের মধ্যে বিয়ে হয়?
উত্তরঃ ছত্রিশগড় রাজ্যের ধুরোয়া উপজাতিদের ভাই বোনের মধ্যে বিয়ের রীতি প্রচলিত আছে।

৯) প্রশ্নঃ মানুষ কোন প্রাণীর ভয়ে খাঁচায় বন্দি থাকে?
উত্তরঃ আসলে মশার ভয়ে মানুষ মশারির মধ্যে থাকে।

১০) প্রশ্নঃ কোন প্রাণীর বাচ্চারা ডিমের ভেতর থেকে কথা বলা শুরু করে দেয়?
উত্তরঃ কচ্ছপের বাচ্চারা।

Image

১১) প্রশ্নঃ ভারতে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন ব্যবহার করা হয় কত সালে?
উত্তরঃ ১৯২৫ সালে।

১২) প্রশ্নঃ বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার?
উত্তরঃ পাকিস্তান।

১৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশটিকে ছোট ভারত বলা হয়?
উত্তরঃ ওশিয়ানিয়া মহাদেশের দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফিজি দেশকে ছোট্ট ভারত বা লিটিল ইন্ডিয়া বলা হয়।

Image

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে জনসংখ্যার জনঘনত্ব সবচাইতে বেশি?
উত্তরঃ বিহার রাজ্যের জনঘনত্ব সবচাইতে বেশি।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম যাকে উল্টে লিখলেও একই হবে?
উত্তরঃ নয়ন, যার অর্থ চোখ (বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে মেয়ের  প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছে)।