GK : বিশ্বাসঘাতকতার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায়?

মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায় কোন প্রাণী?

GK Quiz : পড়াশোনা শেষ করার পর সবার প্রথমে যে বিষয়টা মাথায় আসে তা হল কিভাবে ভাল চাকরি পেয়ে ক্যারিয়ার তৈরি করা যায়। তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন কুইজ ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনাকে অবাক করবে।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে জেল থেকে পালানো অপরাধ হিসেবে বিবেচিত হয় না?
উত্তরঃ জার্মানিতে জেল থেকে পালানো অপরাধ হিসেবে বিবেচিত হয় না।

২) প্রশ্নঃ কোন ফলটি আপনি ইচ্ছামত খেতে পারবেন না?
উত্তরঃ আসলে অ্যাভোকাডো ফলটি আপনি ইচ্ছামত খেতে পারবেন না, কারণ এটি শুধুমাত্র পাকলেই খাওয়া হয় এবং এটি পাকার সাথে সাথে নষ্ট হতে শুরু করে।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্লাস্টিকের নোট চালু রয়েছে?
উত্তরঃ অস্ট্রেলিয়ায় প্লাস্টিকের নোট চালু রয়েছে।

৪) প্রশ্নঃ জানেন সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ছবি তোলা অপরাধী হিসেবে বিবেচিত হয়?
উত্তরঃ তুর্কমেনিস্তান একমাত্র দেশ যেখানে ছবি তোলা অপরাধ হিসেবে বিবেচিত হয়।

৬) প্রশ্নঃ কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে চন্দন কাঠ পাওয়া যায়?
উত্তরঃ কর্ণাটক রাজ্যে ভারতের সবথেকে বেশি চন্দন কাঠ পাওয়া যায়।

Image

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে চুইংগাম খাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে?
উত্তরঃ সিঙ্গাপুর দেশে চুইংগাম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৮) প্রশ্নঃ কোন গাছটি কাটা হলে শিশুর মত কাঁদে?
উত্তরঃ ম্যানড্রেক গাছ কাটা হলে শিশুর মত কাঁদে।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যায়?
উত্তরঃ আসলে হংকং এর মত সস্তায় সোনা আর বিশ্বের কোন দেশে পাওয়া যায় না।

Image

১০) প্রশ্নঃ বিশ্বাসঘাতকতার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায়?
উত্তরঃ আসলে সামুদ্রিক ভোঁদড়রা (Sea otter) তাদের মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায়, কারণ তারা ভয় পায় যে তাদের সঙ্গী অন্য কোনো ভোঁদড়ের সঙ্গে চলে যেতে পারে।