চোখের ধাঁধা: লজেন্সগুলোর মধ্যে রয়েছে একটি বোতাম, কেবল তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্নরাই খুঁজে পাবেন

Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি বিনোদনের অন্য মাত্রা পেয়েছে। এই জাতীয় ধাঁধাঁগুলির সমাধানের মাধ্যমে অনেকেই বুদ্ধিমত্তার (intelligence) পরিচয় দেন। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করলেই ছবি রহস্য বেরিয়ে আসে।

এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি বোতাম। অসংখ্য লজেন্সগুলোর (Logens) মধ্যে কোথাও একটি বোতাম লুকিয়ে রয়েছে, যাকে খুঁজতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। তবে আপনার দৃষ্টিশক্তি ভালো হলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

Image

প্রথমে শেয়ার করা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। রংবেরঙের অসংখ্য লজেন্স রয়েছে এবং এরই মধ্যে কোথাও একটি লুকিয়ে রয়েছে বোতাম। দাবি করা হয়েছে, কেবল তারাই ছবিটির মধ্যে লুকিয়ে থাকা রহস্যটি শনাক্ত করতে সক্ষম যাদের দৃষ্টিশক্তি খুবই ভালো। আর যারা এখনো খুঁজে পাননি তাদের সুবিধার্থে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার ক্ষেত্রেও যদি বোতামটিকে খুঁজে বের করা কঠিন বলে মনে হয়, তাহলে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ছবিটির একেবারে বা পাশের নিচের কোনে তাকালেই দেখতে পাবেন একটি বেগুনি রংয়ের বোতাম রয়েছে, বোতামটির ছিদ্র দেখে সহজেই চেনা যাচ্ছে। তবে ইতিমধ্যেই যারা লুকিয়ে থাকা বোতামটিকে খুঁজে পেয়েছেন, মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ। 

Image

অপটিক্যাল ইলিউশনের ছবি মানেই হলো চোখের সাথে প্রতারণা। যারা এই ধাঁধার সমাধান সহজেই করতে পারেন মানতেই হবে তাদের দৃষ্টিশক্তির পাশাপাশি বুদ্ধিও প্রশংসনীয়। তবে বিশেষজ্ঞদের মতে, ধাঁধার সমাধানের ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ভিন্নভাবে চিন্তা করলেই ছবির সমাধান বেরিয়ে আসে।