আমাদের দেশে এমন ৫টি ‘সুন্দর’ জায়গা রয়েছে, যেখানে ভারতীয়দের যাওয়া নিষিদ্ধ

Forbidden places for Indians: ভারতবর্ষ এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দরতম দেশগুলির মধ্যে একটি। যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন আমাদের দেশে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র বিদেশিরা যেতে পারেন, কিন্তু ভারতীয়দের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি সেখানে ভুল করে প্রবেশ করলেও জেল ও জরিমানা দুই-ই হতে পারে। এবার দেখে নেওয়া যাক…

উনো-ইন হোটেল, বেঙ্গালুরু: এই হোটেলটি ২০১২ সালে তৈরি করা হয়েছিল, যেখানে জাপানে রীতির ও সংমিশ্রণের ছোঁয়া লেগে আছে। তবে কয়েক বছর পর কোন এক ঘটনার কারণে জাতিগত বৈষম্যের অভিযোগ ওঠে। কিন্তু সেই থেকে এই হোটেলটিতে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

Image

কাসোল গ্রাম, হিমাচল প্রদেশ: এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটিতে এলে মনে হবে আপনি কোন বিদেশে পৌঁছে গেছেন। এখানে ইসরাইলে তরুণ-তরুণীরা আর্মি ট্রেনিং নেওয়ার পর কয়েকদিন এই গ্রামে ছুটি কাটাতে আসেন। একবার কয়েকজন ভারতীয় যুবক তাদের উত্যক্ত করায় ২০১৫ সাল থেকে এই গ্রামে ভারতীয়দের আসা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

Image

ফরেইনারর্স ওনলি, গোয়া: গোয়া সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এবং প্রচুর রেস্তোরাঁও রয়েছে। তবে এখানে এমন একটি সমুদ্রতট রয়েছে যেখানে ভারতীয়দের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যাতে বিদেশীরা খোলামেলাভাবে মেলামেশা করতে পারেন। আসলে এই আচার-আচরণ ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে, সমাজ আরও দূষিত হয়ে পড়বে।

Image

ফরেইনারর্স ওনলি, পুদুচেরি: গোয়ার মতোই পুদুচেরি ও সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এবং এখানেও অনেক রেস্তোরাঁ রয়েছে, যার অধিকাংশই বিদেশীদের জন্য সংরক্ষিত। এই সমুদ্র সৈকতে সারা বছর অসংখ্য বিদেশি পর্যটক ভিড় করেন বলে সেখানে ভারতীয়দের যাওয়ার অনুমতি দেওয়া হয় না।

Image

হাইল্যান্ডস লজ, চেন্নাই: হাইল্যান্ডস নামে চেন্নাইয়ে একটি লজ রয়েছে, সেখানে কেবল বিদেশিদেরই প্রবেশের অনুমতি রয়েছে অর্থাৎ যাদের কাছে বিদেশি পাসপোর্ট রয়েছে। ‘ডেকান হেরাল্ড’ এর একটি গল্প অনুসারে জানা যায় এই হোটেলটিতে ‘নো ইন্ডিয়ান’ নীতি প্রয়োগ করা হয়েছে।