স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার, জানেন কেন কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন?

অক্ষয় কুমার আর ‘কানাডিয়ান’ নন, স্বাধীনতা দিবসে পেলেন ভারতের নাগরিকত্ব

Akshay Kumar: অক্ষয় কুমার ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন, যিনি বছরের পর বছর ধরে দেশাত্মবোধক চলচ্চিত্র করেছেন। অভিনেতা প্রায়ই ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করার পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে প্রায় ট্রল হতে হয়েছে কানাডিয়ান নাগরিকত্ব নেওয়ার জন্য।

২০০০ সালে অক্ষয় কুমার কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। এরপর নিন্দুকরা তাকে ‘কানাডিয়ান কুমার’ বলে আখ্যা দিয়েছিল। আজ ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে অক্ষয় কুমার এখন আনুষ্ঠানিকভাবে একজন ভারতীয়। অক্ষয় কুমার পেয়েছেন তার ভারতীয় নাগরিকত্ব। এ বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন।

অক্ষয় কুমার তার টুইটার হ্যান্ডেল এ পোস্ট করে লিখেছেন, “মন আর নাগরিকত্ব দুটোই হিন্দুস্থানী। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।” এদিকে অক্ষয় কুমারের মুক্তিপ্রাপ্ত ‘OMG 2’ ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছে। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামী গৌতমের মতো তারকারা রয়েছেন এবং শীঘ্রই এটি ১০০ কোটির ক্লাবের প্রবেশ করতে চলেছে।

অক্ষয়ের পরবর্তী ছবির ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’, যেটি যশোবন্ত সিং গিলের বায়োপিক হবে। এছাড়াও বেশ কিছু সুপারহিট ছবিতে তাকে দেখা যাবে। মিডিয়া সূত্রে জানা গেছে, ব্যক্তিগত পরিস্থিতির কারণে তিনি কানাডিয়ান নাগরিকত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি গত এক দশকে তিনি সর্বোচ্চ ভারতীয় করদাতাদের মধ্যে রয়েছেন।

কানাডিয়ান নাগরিকত্ব নেওয়ায় তাকে কটুক্তি ও ঘৃণার মুখোমুখি হতে হয়েছে। এখন অবশেষে তিনি একজন ভারতীয়। অক্ষয় কুমার জানিয়েছেন, ‘যখন টানা ১৪-১৫টি চলচ্চিত্র মুখ থুবড়ে পড়ে, তখন আমার মনে হয়েছিল আমার ক্যারিয়ার শেষ। এমন অবস্থায় কানাডায় যাওয়ার মনস্থির করে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলাম। অনেক লোক আছে যারা কানাডায় কাজের জন্য যায় এবং তারা এখনও ভারতীয়।’