আইপিএল ২০২১-র ফ্লপ একাদশ বেছে নিলেন আকাশ চোপড়া, ৩ ভারতীয় T20 বিশ্বকাপে

চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল ২০২১ ট্রফি জিতেছে। এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া টুর্নামেন্টের খারাপ পারফর্মারের জন্য ২০২১ সালের আইপিএল ফ্লপ একাদশ দল গঠন করেছেন। 

There is quality in just one player' - Aakash Chopra opens up on England's  over-reliance on Joe Root

আকাশ চোপড়া তার ফ্লপ একাদশে হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমারকে অন্তর্ভুক্ত করেছেন এবং তিনজনই ইতিমধ্যেই ভারতের টি-২০ বিশ্বকাপ দলে জায়গা করেছেন। তিনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন, “আইপিএল ১৪-তে অনেক খেলোয়াড় আশা করেছিলেন যে তারা ভাল করবে কিন্তু তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি।”   

Virat Kohli, Hardik Pandya and Bhuvneshwar Kumar in an animated discussion  | Photo | Global | ESPNcricinfo.com

আকাশ চোপড়া তার ২০২১ আইপিএল ফ্লপ একাদশে ওপেনার হিসেবে লিয়াম লিভিংস্টোন ও নিকোলাস পুরানকে বেছে নিয়েছেন। লিভিংস্টোন ৫ ম্যাচে ৪২ রান করেছেন এবং পুরান ১২ ম্যাচে মাত্র ৮৫ রান এবং তিন নম্বরে সুরেশ রায়নাকে বেছে নেন। এই মরসুমে তিনি ১২ ম্যাচে ১৬০ রান করেছেন। 

চতুর্থ স্থানে কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান। এই মরসুমে ১৭ ম্যাচে মোট ১৩৩ রান করেছেন। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া পাঁচ নম্বরে রয়েছেন। পান্ডিয়া ১২ ম্যাচে মাত্র ১২৭ রান করেছেন। ছয় নম্বরে পুরোপুরি ব্যর্থ রিয়ান পরাগ। সাত নম্বরে হার্দিক পান্ডিয়ার ভাই ক্রুনাল পান্ডিয়াও আকাশের নির্বাচিত ফ্লপ একাদশে সামিল হয়েছেন।

Krunal Pandya reveals how he and brother Hardik were picked up by IPL team  Mumbai Indians

এরপর তিনি আরসিবির পেসার কাইল জ্যামিসন ও অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে এই দলে বেছে নিয়েছেন। আকাশ চোপড়া শেষ দুটি জায়গায় ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিনকে তার ফ্লপ একাদশের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। 

আকাশ চোপড়ার আইপিএল ২০২১ ফ্লপ একাদশ:

লিয়াম লিভিংস্টোন, নিকোলাস পুরান, সুরেশ রায়না, ইয়ন মরগ্যান, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রায়ান পরগ, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেসমিন, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার।