শুটিং ফ্লোরে গালি! বিখ্যাত পরিচালককে লাঠি নিয়ে তাড়া করেছিলেন অজয় দেবগন

অজয় দেবগনের হাতে মার খেতে খেতে বাঁচেন এই বিখ্যাত পরিচালক

৯০ এর দশকে অ্যাকশন হিরো হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন অজয় দেবগন (Ajay Devgan)। সেই সময় সবার সাথে সুসম্পর্ক থাকলেও পরিচালক ডেভিড ধাওয়ানের (David Dhawan) সাথে সম্পর্ক ততটাই খারাপ ছিল। ১৯৯১ সালে ‘ফুল আউর কাঁটে’ (Phool Aur Kaante) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অজয় দেবগন। এরপর তিনি একই ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেতেন।

কিন্তু যে সময় অজয় দেবগন তার কেরিয়ার শুরু করেছিলেন তখন বলিপাড়ায় একচেটিয়া রাজত্ব করছিলেন গোবিন্দা, অনিল কাপুর এবং সঞ্জয় দত্তের মত অভিনেতারা। শুধু অ্যাকশন হিরো নয়, তাদের কৌতুক অভিনেতা হিসেবেও জায়গা করে দিয়েছিলেন ডেভিড ধাওয়ান। কিন্তু অজয়কে এই ধরনের কোন প্রস্তাব দেওয়া হতো না।

ডেভিডের মনে হয়েছিল, অজয় দেবগন শুধুমাত্র অ্যাকশন ছবিতেই কাজ করার যোগ্য। কিন্তু ডেভিডের ভুল ভাঙ্গিয়েছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। আসলে সঞ্জয় আর অজয় খুব ভালো বন্ধু ছিলেন। সঞ্জয় জানতেন, অ্যাকশন হিরো ছাড়াও অন্য ধরনের চরিত্রে ভালো অভিনয় করতে পারবেন অজয়। তাই অজয়ের সঙ্গে কাজ করার জন্য ডেভিডদের কাছে অনুরোধ করেছিলেন তিনি।

প্রথমে আপত্তি করলেও, অজয়কে সহ অভিনেতা হিসেবে ‘হাম কিসিসে কম নেহি’ ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এই ছবিতে সঞ্জয় দত্তও ছিলেন। কিন্তু শুটিং এর সময় ডেভিড ধাওয়ানের অকারণে চেঁচামেচি করা অজয়ের একেবারেই পছন্দ হতো না। তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেন। কিন্তু একদিন হঠাৎ অজয়ের উপর চেঁচিয়ে ওঠেন ডেভিড।

ডেভিডের অভিযোগ ছিল, অজয় ঠিকমতো অভিনয় করতে পারছিলেন না। তাই রাগের মাথায় গালিও দেন। অজয় আর রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। শুটিং চলাকালীন ডেভিডের দিকে লাঠি নিয়ে ছুটে যান। শান্তশিষ্ট অজয়ের এমন আচরণ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। যদিও এই পরিস্থিতির সামাল দেন সঞ্জয় দত্ত আর শুটিং সেটেই মীমাংসা করেন।

Image

অজয়ের সঙ্গে ডেভিডের ঝামেলা মিটলে পুনরায় শুরু হয়েছিল। যদিও পরে ডেভিডকে স্বীকার করতে হয়েছিল যে অজয় একজন ভালো কৌতুক অভিনেতাও। এরপর ডেভিডের সঙ্গে কাজ করার জন্য কমেডি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন অজয়। ‘গোলমাল’ সিরিজে ছবিতে তার অভিনয়ের প্রশংসা পান।