শাহরুখ, সলমনদের পিছনে ফেলে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন এই দক্ষিণী তারকা

দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন দক্ষিণের এই তারকা

Highest Paid Actor: ভারতবর্ষের প্রথম সারির অভিনেতারা ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন। এবার সবাইকে পিছনে ফেলে সর্বোচ্চ ২০০ কোটি টাকা চার্জ করে দেশের পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হয়েছেন দক্ষিণের এক তারকা। আসলে, তিনি আর কেউ নন, দক্ষিণী সুপারস্টার থালাপাথি বিজয়ের (Thalapathy Vijay) কথা বলা হয়েছে।

থালাপাথি বিজয় তার ‘লিও’-র (Leo) পর পরবর্তী চলচ্চিত্রের জন্য কাজ করছেন বলে জানা গেছে। আর এই ছবির জন্য তাকে ২০০ কোটি টাকা মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে এজিএস এন্টারটেন্ট ব্যানারের হয়ে তিনি ব্লকবাস্টার ফিল্ম ‘বিগিল’ (Bigil) এ কাজ করেছিলেন।

উল্লেখ্য, ‘বিগিল’ ছবিটির জন্য বিজয় ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, যা ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার তিনি সেই একই এজিএস এন্টারটেন্ট প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত চলচ্চিত্রের জন্য ২০০ কোটি টাকা নিচ্ছেন। কিছু মিডিয়া রিপোর্ট এমনটাই দাবি করেছে।

এও জানিয়ে রাখি, থালাপাথি বিজয় এর পরবর্তী ছবি ‘৬৮’ এর জন্য কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। বিজয়ের ব্লকবাস্টার ফিল্ম ‘মাস্টার’-র জন্য ৮০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল এবং এখন প্যান ইন্ডিয়া ফিল্ম ‘লিও’র জন্য তিনি হঠাৎ করেই তার পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়েছেন।

লিও ছবিতে বিজয়কে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে। এর পাশাপাশি ছবির প্রধান অভিনেত্রী তৃষা কৃষ্ণান এবং সঞ্জয় দত্তও বিজয়ের বাবার ভূমিকায় অভিনয় করছেন। এই ছবিতে আরো অভিনয় করেছেন গৌতম বাসুদেব মেনন, অর্জুন সারজা, প্রিয়া আনন্দ প্রমুখ।

error: Content is protected !!