কোহলির পর ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন যে ৪ ক্রিকেটার

এই মুহূর্তে তিন ফরম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। তার অধীনে নতুন উচ্চতায় পৌঁছেছে দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে ওঠে। এমনকি গত ওয়ানডে বিশ্বকাপেও সেমি ফাইনালে উঠেছিল কোহলির নেতৃত্বে।

তবে গত কয়েক বছরে আইসিসির কোনো ট্রফির না থাকায় ইতিমধ্যেই তার অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে ভারতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে।

এবার জেনে নেওয়া যাক, বিরাট কোহলির পর সাদা বলের ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন যে চার ক্রিকেটার: 

১) শ্রেয়াস আইয়ার:

ওয়ানডে ক্রিকেটে ৪ নম্বর জায়গাটি পাকাপোক্ত করেছেন শ্রেয়াস আইয়ার। গত দুই বছর ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডিসি-র হয়ে অসাধারণ নেতৃত্বের গুণাবলী দেখিয়েছেন। ২০১৯ সালের আইপিএলে তার নেতৃত্বে ডিসি প্লে-অফে জায়গা করে নেয়। এরপর ২০২০ সালে ফাইনালে ওঠে।

Want to stay in the team: Shreyas Iyer after crucial fifty in 2nd ODI - The Statesman

ওই দলের প্রধান কোচ পন্টিং তার অধিনায়কত্ব দেখে ব্যাপকভাবে মুগ্ধ হন এবং তার মাঠের সিদ্ধান্তগুলো নিয়েও যথেষ্ট প্রশংসা করেছিলেন। এই মুহূর্তে তাঁর কাছে যদি দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ আসে, তিনি সরাসরি গ্রহণ করবেন এবং দলের সুবিধার্থে নিজের সেরাটা দিয়ে এগিয়ে যাবেন।

২) কে. এল. রাহুল:

এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান কে. এল. রাহুল এবং বর্তমানে তিনি পাঞ্জাব কিংস দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২০২০ সালে প্রথমবারের মতো আইপিএলের কোন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে। তবে অধিনায়ক হিসেবে সফল না হলেও ব্যাট হাতে বারবার জ্বলে উঠেছেন।

K. L. Rahul: Cricket: KL Rahul rises like a phoenix - The Economic Times

কে. এল. রাহুল ইতিমধ্যেই যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, পরবর্তীকালে সাদা ফলের ফরম্যাটে বিরাট কোহলির পর একজন যোগ্য অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে পারেন।

৩) শুভমান গিল:

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভমান গিল যে পারফরম্যান্স দেখিয়ে ছিলেন, সেই মুহূর্তেই তাকে ভবিষ্যৎ তারকা হিসেবে গণ্য করা হয়েছিল। বর্তমানে তিনি টেস্ট দলে সুযোগ পেলেও তার ব্যাট থেকে এখনো পর্যন্ত কোনো বড় রান আসেনি। তবে আইপিএলে তার পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন।

ICC U-19 World Cup: Shubman Gill's father reveals how star batsman practiced as a kid

বিরাট কোহলির অবসরের পর ভারতীয় দলে প্রধান মুখে হয়ে উঠবেন শুভমন গিল, এমনটাই দাবি করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই, তার হাতে অধিনায়কত্বের দায়িত্ব আসতে পারে।

৪) ঋষভ পান্থ:

তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে আসছেন এবং দলকে চ্যাম্পিয়নশিপ টেস্টের ফাইনালে তোলার পেছনে তার বড় ভূমিকা রয়েছে।

Ind vs Aus: Rishabh Pant to replace MS Dhoni for last two ODIs

এবার ধারাবাহিকভাবে যদি দলের হয়ে অবদান রাখতে পারেন তবে পরবর্তী অধিনায়ক হিসেবে তিনিই সবার প্রথমে এগিয়ে থাকবেন।