প্রশ্ন : বলুন তো ৯ এর সাথে কী যোগ করলে দেখতে সাহায্য করে?

দেখতে সাহায্য করে কোনটা ৯ এর সাথে যোগ করলে?

Interview Questions : লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ ক্লিয়ার করা প্রার্থীদের কাছে বেশ কঠিন বলে মনে করা হয়। কারণ এই সময় যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে এই ধরনের প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে, যা আপনাকে বিচক্ষণতার মাধ্যমে খুঁজে বের করতে হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ কোন গাছের নাম উল্টে দিলে সেটাতে গাছ বসানো যায়?
উত্তরঃ বট কে উল্টে দিলে হয় টব।

২) প্রশ্নঃ কোন ভাত শুধু মাত্র বাঙালিরা মুখে নিতে পারে?
উত্তরঃ সুপ্রভাত। এখানে মুখে নেওয়ার অর্থ মুখে বলা।

৩) প্রশ্নঃ ১০টি মাছের মধ্যে পাঁচটি মাছ ঘুমিয়ে পড়ল, এখন কতগুলি মাছের চোখ খোলা আছে?
উত্তরঃ ১০টি মাছেরই খোলা থাকবে কারণ, মাছের চোখের পর্দা থাকেনা।

৪) প্রশ্নঃ কোন ব্যাঙ্কে টাকা থাকে না, ধার চাইলেও কখনো পাওয়া যায় না? 
উত্তরঃ ব্লাড ব্যাঙ্ক।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি হাতি পাওয়া যায়?
উত্তরঃ কেরালা রাজ্যে সবচেয়ে বেশি হাতি রয়েছে।

Image

৬) প্রশ্নঃ কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি?
উত্তরঃ নাপিত ভাইদের কাছে।

৭) প্রশ্নঃ কোন সবজি একবার রান্না করে সারা বছর খাওয়া যায়?
উত্তরঃ যেকোনো সবজির আচার বা টমেটোর সস।

৮) প্রশ্নঃ কাটলে একভাগ, না কাটলে দুই ভাগ, সেটা কী?
উত্তরঃ জমির আল।

৯) প্রশ্নঃ কোন গ্রামে মানুষ নয় শুধুমাত্র আমরা লোহা দেখতে পাই?
উত্তরঃ কিলোগ্রামে।

Image

১০) প্রশ্নঃ বলুন তো ৯ এর সাথে কী যোগ করলে দেখতে সাহায্য করে?
উত্তরঃ ৯ অর্থাৎ নয় এর সাথে ‘ন’ যোগ করলে, নয়+ন = নয়ন হয়, যা আমাদের দেখতে সাহায্য করে।