প্রশ্ন : শরীরের কোন দুটি অঙ্গ যোগ করলে মানুষের মাথা খারাপ হয়ে যায়?

মাথা খারাপ হয় শরীরের কোন দুটি অঙ্গ যোগ করলে?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি আমাদের নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। এছাড়া যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো অত্যন্ত জরুরী। তাই এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনাকে সাহায্য করতে পারে। এবার এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি?
উত্তরঃ গাঙ্গেয় ডলফিন, যাকে বাংলায় শুশুক বলে।

২) প্রশ্নঃ রাতে দেখা যায় লাল রঙের গ্রহটির নাম কি?
উত্তরঃ মঙ্গল গ্রহকে রাতের বেলায় লাল রঙের দেখায়, তাই এই গ্রহটি লাল গ্রহ নামেও পরিচিত।

৩) প্রশ্নঃ কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ?
উত্তরঃ সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে উচু মিনার কোনটি?
উত্তরঃ কুতুব মিনার হল ভারতের সবচেয়ে উচু মিনার।

৫) প্রশ্নঃ কোন দেশের মানুষ ভারতে আসা নিষেধ?
উত্তরঃ উত্তর কোরিয়ার মানুষেরা ভারতে আসতে পারে না।

৬) প্রশ্নঃ কোন পাখি আয়নাতে নিজেকে চিনতে পারে?
উত্তরঃ আয়নায় নিজেকে চিনতে পারে পায়রা।

৭) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি কোনটি?
উত্তরঃ জেফ বেজেসের কোম্পানি আমাজন।

Image

৮) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে কোন দেশে?
উত্তরঃ রাশিয়ার কাছে বিশ্বের সর্বাধিক পরিমাণে অস্ত্র রয়েছে।

৯) প্রশ্নঃ ভারতের কোন প্রাণীর দুধের দাম সবচাইতে বেশি?
উত্তরঃ গাধার দুধ ভারতের সবচেয়ে ব্যয়বহুল দুধ।

১০) প্রশ্নঃ মশা কোন রক্তের গ্রুপকে বেশি পছন্দ করে? 
উত্তরঃ মশা O রক্তের গ্রুপকে বেশি পছন্দ করে।

১১) প্রশ্নঃ কোন দেশের আগ্নেয়গিরিতে নীল রঙের লাভা দেখা যায়?
উত্তরঃ ইন্দোনেশিয়ার কাওয়াহ ইজেন আগ্নেয়গিরিতে।

Image

১২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি?
উত্তরঃ আইসল্যান্ড হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ।

১৩) প্রশ্নঃ দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ কলকাতা, ১৯১১ সাল পর্যন্ত।

১৪) প্রশ্নঃ আমেরিকার জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ বেসবল হলো আমেরিকার জাতীয় খেলা।

Image

১৫) প্রশ্নঃ শরীরের কোন দুটি অঙ্গ যোগ করলে মানুষের মাথা খারাপ হয়ে যায়?
উত্তরঃ পা + গলা = পাগলা, এখানে ‘পাগলা’ বলতে মাথা খারাপ হয়ে যাওয়া বোঝানো হয়েছে।