শাস্ত্র অনুযায়ী, মুখের মধ্যে তিলের অবস্থান দেখে ভবিষ্যৎ বলে দেওয়া সম্ভব

প্রতিদিনই আমরা নিজেকে ভালো রাখতে কত কিছুই না করে থাকি। তাই কেউ কেউ আছেন যারা নিজেদের চেষ্টা ও ভাগ্যের জোরে সাফল্যের সিঁড়িতে চড়েছেন। তবুও তারা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত। কিন্তু শাস্ত্র মতে, মুখের মধ্যে তিলের অবস্থান দেখে ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা ধারনা দেওয়া। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক :-

শরীরে তিলের অবস্থান বিপদে ফেলছে না তো? | 280969|| Bangladesh Pratidin

১) যাদের উপরের কপালে ঠিক যেখান থেকে চুল শুরু হয়েছে সেখানে তিল থাকলে বুঝতে হবে যে এদের মস্তিষ্কের ভালো বিকাশ ঘটেছে।

২) যদি কারোর নাকের ঠিক মাঝখানে তিল থাকে তাহলে বুঝতে হবে যে এদের শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে। আর বয়স বাড়ার সাথে সাথে এর প্রকাশ ঘটবে।

৩) যাদের নাকের একদম সামনে তিল আছে তাদের ভবিষ্যতে প্রবল আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আনুমানিক ৪৮ এর কাছাকাছি বয়সে এই সমস্যা দেখা দিতে পারে।

৪) নাকের একদম উপরে বা দুই ভ্রুর মাঝখানে যাদের তিল থাকে তারা আজীবন কোনো না কোনো রোগের সম্মুখিন হতেই থাকে।

৫) ঠোঁটের ঠিক ওপরে বা নাকের নিচে তিল অবস্থান করলে পুরুষ হলে তাদের ভবিষ্যতে জল থেকে বিপদ হতে পারে ও মহিলা হলে তাদের ভবিষ্যতে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

What does mole tell about you Part One dgtl - Anandabazar

৬) ওপরের ঠোঁটের ঠিক বাঁ দিকে বা নিচের ঠোঁটের ডান দিকে ঠোঁটের লাইন বরাবর তিল থাকলে তারা সাধারণত খুব খাদ্যরসিক হয়ে থাকেন।

৭) ঠোঁটের নিচের দিকে বা থুতনির বাঁদিকে তিল থাকলে তারা খুব তাড়াতাড়িই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

৮) ঠোঁটের নিচে ঠিক মাঝখানে বা থুতনির ঠিক উপরে তিল থাকলে তারা খুব ভাবুক বা চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকে।

৯) থুতনির ওপরে যে কোনো দিকে তিল থাকলে বোঝা যায় যে সেই ব্যক্তি খুব কর্কশ,রুক্ষ ও উদ্ধত স্বভাবের।

১০) থুতনির নিচে যে কোনো দিকে তিল থাকলে বোঝা যে এরা বৃদ্ধ বয়সে অনেক সুখ ও শান্তিতে জীবন কাটাবে।