ডেল স্টেইন জানিয়েছেন, ভারতের হয়ে খেললে বলিউড-হলিউড তারকাদের মতো সম্মান পাওয়া যেত

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অনুরাগীদের হতবাক করে। ক্রিকেটকে বিদায় জানানোর পর, তিনি ভারতে খেলার অভিজ্ঞতার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন। ডেল স্টেইন বলেন, ভারতে খেলার সময় মানুষেরা তার সাথে কোন ধরনের আচরণ করেছিল।

Video: When Dale Steyn Sent Nasir Jamshed's Off-Stump Cartwheeling

ডেল স্টেইন জানান, তিনি যখন ভারতে খেলছিলেন তখন নিজেকে ‘চলচ্চিত্র তারকা’ বলে মনে করেছিলেন। এই ৩৮ বছর বয়সী ফাস্ট বোলারের ভারতের মাটিতে আন্তর্জাতিক ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে তার শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন।

My Apologies If This Has Upset Anyone: Dale Steyn Apologizes For His 'PSL Is More Rewarding Than IPL' Comment

এক সাক্ষাৎকারে ডেল স্টেইন জানিয়েছেন, “ভারতে রকস্টার-এর মতো মনে হয়। আপনার সাথে হলিউড বলিউড তারকাদের মতো ব্যবহার করা হয়। সেখানকার মানুষ ক্রিকেটের জন্য পাগল। আপনি যদি বিমানবন্দরে যান সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। আপনি যদি অনুশীলনে যান সেখানেও ১০ হাজার মানুষ আপনাকে দেখতে আসবে। আমার মনে হয়না আমি আর এমন অভিজ্ঞতা পাবো।”

Steyn announces retirement from Test cricket | cricket.com.au

তাঁর সময়ে তিনি বিশ্বের সেরা ফাস্ট বোলারদের তালিকায় ছিলেন। ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করা এই বোলার বিশ্বের অনেক সেরা ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ দিয়েছিলেন। তিনি তার সুইং-টেকিং বল ও বিষাক্ত ইর্কারের জন্য পরিচিত। এদিন তিনি টুইটারের মাধ্যমে তার অবসর ঘোষণা করেন আর সেখানেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে সমাপ্তি ঘটে।

ডেল স্টেইনের আন্তর্জাতিক পরিসংখ্যানের কথা বললে, তিনি ৯৩ টেস্টে ৪৩৯টি উইকেট, ১২৫ ওয়ানডেতে ১৯৬টি উইকেট ও ৪৭ টি-টোয়েন্টিতে ৬৪টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ৯৫ আইপিএল ম্যাচ খেলেছেন ও তার নামে ৯৭টি উইকেট রয়েছে।